রংপুর, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : গত ২৮ মার্চ রাতে রংপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় চার শিশুকে অপহরণকারী এক মহিলাকে ছিনতাই চেষ্টার অভিযোগে পুলিশ আজ ২২ জনকে গ্রেফতার করেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বাসসকে জানান, ‘গ্রেফতারকৃতদের আজ বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. সোয়েবুর রহমান তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
ওসি আতাউর রহমান বলেন, ২৮শে মার্চ রাতে রংপুর শহরের তপোধন গ্রাম থেকে স্থানীয় চার শিশুকে অপহরণ করে পালানোর চেষ্টাকালে পুলিশ অপহরণকারী নারী আদুরী বেগমকে রংপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করে।
এ সময় রেলওয়ে স্টেশন সংলগ্ন পোস্ট অফিসের সামনে স্থানীয় জনতার মধ্যে থেকে কিছু লোক পুলিশ হেফাজত থেকে মহিলা অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এই সময়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং যৌথভাবে অপহরণকারীকে থানায় নিয়ে যায়।
ওসি জানান, ‘এই ঘটনায় পুলিশ গ্রেপ্তারকৃত মহিলা অপহরণকারীকে পুলিশ হেফাজত থেকে অপহরণের চেষ্টার অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে।’
গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল (৩৪), মো. হৃদয় (২০), মো. শাহ পরান (২৫), মো. জাহিদ হাসান (১৯), মো. সাদ্দাম হোসেন (৩১), মো. সাকিব হোসেন (১৯), মো. শাহাদাত হোসেন (২৫), শমসের আলী (৩৫, হোসানু, ইসমাঈল) মিয়া (৩৮), জাবেদ (৪৪), জাহিদ গোল্ডেন (২৪), বাদল মিয়া (১৯), সোহেল (২৫), দুলাল মিয়া (২৭), আফছার আলী (২২), সাঈদ হোসেন (২০), শাহজাহান হোসেন (২৫) ও আব্দুল হামিদ ওরফে হীরা (৪৪), জাভেদ (৩০) এবং রেজাউল করিম (৩৭)।
গ্রেপ্তারকৃতদের বাড়ি নগরীর মুসলিম পাড়া, নীলফামারীর সৈয়দপুর এবং রংপুরের পীরগাছা উপজেলায়।