রংপুরে অপহরণকারী ছিনতাই চেষ্টার অভিযোগে ২২ জনকে গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২১:৪৯
ছবি : বাসস

রংপুর, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : গত ২৮ মার্চ রাতে রংপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় চার শিশুকে অপহরণকারী এক মহিলাকে ছিনতাই চেষ্টার অভিযোগে পুলিশ আজ ২২ জনকে গ্রেফতার করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বাসসকে জানান, ‘গ্রেফতারকৃতদের আজ বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. সোয়েবুর রহমান  তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

ওসি আতাউর রহমান বলেন, ২৮শে মার্চ রাতে রংপুর শহরের তপোধন গ্রাম থেকে স্থানীয় চার শিশুকে অপহরণ করে পালানোর চেষ্টাকালে পুলিশ অপহরণকারী নারী আদুরী বেগমকে রংপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করে।

এ সময় রেলওয়ে স্টেশন সংলগ্ন পোস্ট অফিসের সামনে স্থানীয় জনতার মধ্যে থেকে কিছু লোক পুলিশ হেফাজত থেকে মহিলা অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এই সময়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং যৌথভাবে অপহরণকারীকে থানায় নিয়ে যায়।

ওসি জানান, ‘এই ঘটনায় পুলিশ গ্রেপ্তারকৃত মহিলা অপহরণকারীকে পুলিশ হেফাজত থেকে অপহরণের চেষ্টার অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে।’

গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল (৩৪), মো. হৃদয় (২০), মো. শাহ পরান (২৫), মো. জাহিদ হাসান (১৯), মো. সাদ্দাম হোসেন (৩১), মো. সাকিব হোসেন (১৯), মো. শাহাদাত হোসেন (২৫), শমসের আলী (৩৫, হোসানু, ইসমাঈল)  মিয়া (৩৮), জাবেদ (৪৪), জাহিদ গোল্ডেন (২৪), বাদল মিয়া (১৯), সোহেল (২৫), দুলাল মিয়া (২৭), আফছার আলী (২২), সাঈদ হোসেন (২০), শাহজাহান হোসেন (২৫) ও আব্দুল হামিদ ওরফে হীরা (৪৪), জাভেদ (৩০) এবং রেজাউল করিম (৩৭)।

গ্রেপ্তারকৃতদের বাড়ি নগরীর মুসলিম পাড়া, নীলফামারীর সৈয়দপুর এবং রংপুরের পীরগাছা উপজেলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০