যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-কন্যা নিহত, আহত ৩

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২২:৪৯

যশোর, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পিতা ও কন্যা নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী, অপর কন্যাসহ এক পথচারী। 

আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পুলেরহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন-খুলনার মুজগুন্নি এলাকার রুবেল হোসেন (৩২) ও তার ১০ বছরের কন্যা ঐশি। এ ঘটনায় আহতরা হলেন, রুবেলের স্ত্রী জেসমিন (২৮), তার ৪ বছরের কন্যা তায়েবা ও পথচারী যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের ওসমান আলী (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি শার্শা থেকে মোটরসাইকেলে খুলনা ফিরে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে তিনি যশোর পূলেরহাট বাজার বাসস্ট্যান্ডে পৌঁছান। সামনে জ্যাম থাকায় তিনি বাসস্ট্যান্ডে নিজের মোটরসাইকেলটি দাঁড় করানোর সাথে সাথে পেছন থেকে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে সবাই পড়ে যান। এসময় বড় মেয়ে ঐশি বাসের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত রুবেল, তার স্ত্রী জেসমিন, ছোট কন্যা তায়েবা ও পথচারী ওসমানকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রুবেলকে মৃত ঘোষণা করেন। 

এদিকে দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, এ দুর্ঘটনার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। 

এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০