মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৩:৩৬
ছবি : আইএসপিআর

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : মিয়ানমারে সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত ২৮ মার্চ ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি  বিশেষ উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম মিয়ানমারে পাঠানো হয়। এরপর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ প্রেক্ষিতে, আজ অনুসন্ধান ও উদ্ধারকারী দল নেপিডোর যবুথিরি টাউনশিপসহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগের সহযোগিতায় দলটি কয়েকটি বিধ্বস্ত ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং একটি মৃতদেহ উদ্ধার করে।

এ ছাড়াও, আজ বাংলাদেশ উদ্ধারকারী দলের সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও অন্যান্য ১৬টি উদ্ধারকারী দেশের প্রতিনিধিদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চিকিৎসা দল নেপিডো শহরের ৫০ শয্যা বিশিষ্ট যবুথিরি ও ১০০ শয্যা বিশিষ্ট লি ওয়ে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে।

আগামীকাল এই দল পুনরায় মিয়ানমার স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা কার্যসেবা অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
সাভারে বিএনপির পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালিত
ইতিহাস ও সংস্কৃতি ছাড়া জাতি দুর্বল হয়ে পড়ে : ফারুকী
জামায়াত আমীরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সময় টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নিন্দা
সিলেটে দেড় হাজার বোতল ভারতীয় মদ জব্দ
ঢাবি উপাচার্যের ভোট কেন্দ্র পরিদর্শন
উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপে বাংলাদেশ-ব্রাজিল ঘনিষ্ঠভাবে কাজ করবে : পরিবেশ উপদেষ্টা
বাংলাদেশকে উন্নত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ড. সালেহউদ্দিন
১০