পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৫:৪৪ আপডেট: : ০৪ এপ্রিল ২০২৫, ১৬:০২
শুক্রবার রাঙ্গামাটি সার্কিট হাউসে জেলার ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন -ছবি : বাসস

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস): পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই।

আজ শুক্রবার রাঙ্গামাটি সার্কিট হাউসে জেলার ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমাদের এ সরকার দেশের উন্নয়ন চায়। মানুষের মনে শান্তি অব্যাহত রাখতে চায়। আগে নিজেকে জানতে হবে-নিজের দোষ ত্রুটি সম্পর্কে জেনে অন্যায় কাজগুলো বাদ দিয়ে সত্যের সন্ধানে নিজেকে সত্যপথে নিয়োজিত করতে হবে।’

তিনি বলেন, এদেশ গড়ার প্রত্যয় সবার। কে-কার বিরুদ্ধে অভিযোগ করলেন, কে-কাকে দোষারোপ করলেন? কারো কানকথায় গুজবের পিছনে না ছুটে সঠিক পথে আপনাদের থাকতে হবে।

সুপ্রদীপ চাকমা বলেন, সরকারের আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা হলো একটি চলমান প্রক্রিয়া। চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালিসহ যারা পার্বত্য চট্টগ্রামের অধিবাসী- সরকারের সাহায্য সহযোগিতা পাবার অধিকার তাদের সবারই আছে। তিনি বলেন, পর্যায়ক্রমে সবাইকে সরকারি অনুদান ও অন্যান্য সহযোগিতা দেয়া হবে। 

উপদেষ্টা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই। আমরা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাবো। পার্বত্য অঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেবো। আমাদের এই সরকার দেশের সার্বিক উন্নয়ন চায়।  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারত সরকার প্রধান নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা ইতিবাচক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ছাত্র প্রতিনিধি মিনহাজ মুরশিদের নেতৃত্বে এ সময় রাঙ্গামাটি ছাত্র প্রতিনিধিদের মধ্যে ওয়াহিদুজ্জামান রোমান, মো. ইমাম হোছাইন ইমু, রায়হান চৌধুরী শুভ, তানেইম ইবনে আলম, সায়েদা ইসলাম সাদিয়া, মারুফ আলম সেজান ও এম. আকতারুজ্জামান অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০