চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টিকারী নারীসহ আরও ৩৯ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৮:৪৯

চট্টগ্রাম, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের নিরাপত্তা নিশ্চিত ও অস্থিতিশীলতা প্রতিরোধে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ৩৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারদের মধ্যে নারী ও কিশোর রয়েছে। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে নগর পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবুল মনছুর আলী বাপ্পী (৪০), সারাফাতুল ইসলাম ইমন (২৩), মো. রাকিব (২১), মো. আইয়ুব আলী (৫০), মো. মাসুম হোসেন (৪২), তাজুল ইসলাম (৪৫), মো. মানিক (২৪), মো. বেলাল (২৭), জাকির হোসেন সবুজ (৩৯), মো. জাবেদ হোসেন (২৯), মো. সাহাবুদ্দিন হাসান (৪০), শাহিদুল আলম নাবিদ (১৯), মো. জাবেদ হোসেন (২৯), মো. মাসুদ পারভেজ (২৩), মো. আল আমিন (২৮), এমদাদ হোসেন মুন্না (৩২), মো. নুরু সাবা (২১), মো. পরান (২০), সাকিব (২৫), মো. রুবেল হোসেন (২৩), মো. ফরিদ মিয়া প্রকাশ বারেক (৪০), শামসুদ্দিন আহমেদ (৫৬), বেবী আক্তার (৫০), আসিফ আহমেদ (৩০), মীম আক্তার (২৫), মো. নুরুল আজিম (৩২), মো. ফারুক (৩৫), আনোয়ার হোসেন (২৮), মো. ইয়াসিন (২১), মো. মাহির আশরাফ রোহান (২৪), গোলাম হোসেন (৪৮), বিবি কুলসুম (৩৫), মো. বিল্লাল হোসেন (৪৯), মো. কালাম (৩২), মো. রিমন সিকদার (৩৪), মো. আরিফ হোসেন (২৯), মো. রিয়াদ (২১), মো. রফিকুল ইসলাম হৃদয় (২৮), মো. রমজান আলী (১৭)।

বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৯ জনকে গ্রেফতার করা রয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাস বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২০২৬ সালের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি চুড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ
ডিপিএল: কাল আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ লড়াই
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন হাসপাতালে ভর্তি
২০২৬ সালের প্রথম দিকে পটুয়াখালী ইপিজেডে প্লট বরাদ্দ শুরু করবে বেপজা
জীবাশ্ম নির্ভর জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনের দাবি তরুণ জলবায়ু কর্মীদের
নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য পিংকি কারাগারে
১০