জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিশু মুসাকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএ প্রেসিডেন্ট 

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৯:২৮
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ বাসিত খান মুসাকে দেখতে শুক্রবার সিএমএইচ-এ যান বিএনএফডব্লিউএ প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। ছবি : আইএসপিআর

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সাত বছরের শিশু বাসিত খান মুসাকে দেখতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, শিশু বাসিত খান মুসা দীর্ঘ পাঁচ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন। আজ শুক্রবার তাকে দেখতে সিএমএইচ-এ যান বিএনএফডব্লিউএ প্রেসিডেন্ট। 

তিনি বাসিত খান মুসার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলে শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পরম মমতার স্পর্শে শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন। শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সান্তনা দেন ও তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সেই সাথে দেশবাসীর প্রতি শিশুটির দ্রুত আরোগ্য লাভে দোয়া করার আহ্বান জানান।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে দাদির সাথে আইসক্রিম কিনতে যায় মুসা। এ সময় দাদি মায়া ইসলামসহ দু’জনই গুলিবিদ্ধ হন। পরদিনই তার দাদি মারা যান। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেড়িয়ে যায়। গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২৬ আগস্ট তাকে  সিএমএইচ ঢাকায় স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২২ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরে শিশু মুসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০