রাঙ্গামাটিতে বৈশাখী মেলার উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৩:৩৪
বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে বৈশাখী মেলার উদ্বোধন। ছবি : বাসস

রাঙ্গামাটি,  ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): বৈসাবী ও  বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটির মাঝেরবস্তিতে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলা নববর্ষ ১৪৩২বঙ্গাব্দ উদযাপন পরিষদ  এর আয়োজনে সংক্ষিপ্ত সভা শেষে  বৈশাখী মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক  এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে  শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ দীল বাহাদুর রায়, তবলছড়ি বাজার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু নাছের বিপ্লব, বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্ঠা আবু সাদাৎ মোঃ সায়েম, মেলা কমিটির কোষাধ্যক্ষ রাজু চৌধুরী’, বৈশাখী মেলা ১৪৩২বঙ্গাব্দ উদযাপন পরিষদের আহ্বায়ক রাজন রক্ষিত প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় মোট ৮০টি স্টল বরাদ্দ রয়েছে। সেখানে কুটির ও হস্তশিল্প, বাড়ীঘর সাজসজ্জার পণ্য,  বিভিন্ন রকমারি খাবার, পোশাক’সহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে। এছাড়া শিশু কিশোরদের জন্য রয়েছে নাগরদোলা’সহ বিভিন্ন রাইডস্।

বৈশাখী মেলা উপলক্ষে প্রতিদিন বিভিন্ন কর্মসূচির পাশাপাশি   কমিটির আয়োজনে  ২ বৈশাখ ১৫ এপ্রিল সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা র‌্যালী, পান্তা ভাতের উৎসব ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো এর আয়োজন করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
১০