রাঙ্গামাটিতে বৈশাখী মেলার উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৩:৩৪
বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে বৈশাখী মেলার উদ্বোধন। ছবি : বাসস

রাঙ্গামাটি,  ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): বৈসাবী ও  বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটির মাঝেরবস্তিতে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলা নববর্ষ ১৪৩২বঙ্গাব্দ উদযাপন পরিষদ  এর আয়োজনে সংক্ষিপ্ত সভা শেষে  বৈশাখী মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক  এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে  শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ দীল বাহাদুর রায়, তবলছড়ি বাজার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু নাছের বিপ্লব, বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্ঠা আবু সাদাৎ মোঃ সায়েম, মেলা কমিটির কোষাধ্যক্ষ রাজু চৌধুরী’, বৈশাখী মেলা ১৪৩২বঙ্গাব্দ উদযাপন পরিষদের আহ্বায়ক রাজন রক্ষিত প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় মোট ৮০টি স্টল বরাদ্দ রয়েছে। সেখানে কুটির ও হস্তশিল্প, বাড়ীঘর সাজসজ্জার পণ্য,  বিভিন্ন রকমারি খাবার, পোশাক’সহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে। এছাড়া শিশু কিশোরদের জন্য রয়েছে নাগরদোলা’সহ বিভিন্ন রাইডস্।

বৈশাখী মেলা উপলক্ষে প্রতিদিন বিভিন্ন কর্মসূচির পাশাপাশি   কমিটির আয়োজনে  ২ বৈশাখ ১৫ এপ্রিল সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা র‌্যালী, পান্তা ভাতের উৎসব ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো এর আয়োজন করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০