পটুয়াখালীতে অতিরিক্ত ভাড়া নেয়ায় ৭ বাস মালিককে  জরিমানা

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৩:৫৩
অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা। ছবি : বাসস

পটুয়াখালী, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৭টি বাস মালিককে  ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পটুয়াখালী জেলা বাস টার্মিনাল এলাকায় যৌথবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান। অভিযানে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্পের মেজর রাসেল খানর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় বিভিন্ন পরিবহন কোম্পানির চালক ও প্রতিনিধিদের জরিমানা করা হয়। এর মধ্যে মিজান পরিবহনের মোঃ শাহিনকে (২৮) ৫ হাজার, নিশাত পরিবহনের বাপ্পি ইসলামকে (২৯) ৫ হাজার, ডলফিন পরিবহনের মোঃ সোহাগকে (২৩) ৫ হাজার এবং শাকুরা পরিবহনের মোঃ বদরুলকে (৪২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনটি পরিবহনকেও ভিন্ন পরিমাণে জরিমানা করে মোট ৫৪ হাজার টাকা আদায় করা হয়েছে।

যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে।

কুয়াকাটা-ঢাকা রুটের মিজান পরিবহন স্বাভাবিক দিনের ৬৫০ টাকার ভাড়া ৯০০ টাকা নেয়। শাকুরা পরিবহন ৭০০ টাকার ভাড়া ১০০০ টাকা নেয়।

এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও। তারা বলেন, ‘এমন অভিযান যাত্রীদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে। পরিবহন নৈরাজ্য থেকে রক্ষা পাবে জেলাবাসী।’

অভিযান পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
১০