রাজশাহীতে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৪:৩৭

রাজশাহী, ৫ এপ্রিল, ২০২৫(বাসস) : রাজশাহী মহানগরীতে চাঞ্চল্যকর মিম হত্যা মামলার ৩ আসামিকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন: হত্যা মামলার আসামি নগরীর বোয়ালিয়া থানাধীন শেকেরচক পাঁচানী মাঠ এলাকার মোবারকের দুই ছেলে শাকিল (২১), রবিন (২৭) ও একই এলাকার শুকুরের ছেলে শুভ (২৪)।

শুক্রবার রাত পৌনে দশটার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আজ সকালে র‌্যাব-৫ রাজশাহী সদর দপ্তরের মিডিয়া সেল থেকে থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এজাহারে উল্লেখিত ১৩ জন আসামিসহ অজ্ঞাতনামা ৮/১০ জন আসামি পরিকল্পিতভাবে গত ২৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে দলবদ্ধ হয়ে বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ী, চাপাতি, রামদা, চাকু নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মীমকে ঘটনাস্থলে পথরোধ করে এলোপাথাড়িভাবে আঘাত করে গুরুতর জখম করে। এরপর তারা মীমকে ব্যাটারী চালিত রিক্সাযোগে বোয়ালিয়া থানাধীন শেখেরচক ঈদগাহ পাচানী মাঠ সংলগ্ন নদীর ধারে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ী, চাপাতি, রামদা দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছিলাফোলা জখম, ডান হাতের কব্জি ও আঙ্গুল ভেঙ্গে ফেলে আহত করে।

পরে তাকে আসামিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী একটি হত্যা মামলা দায়ের করে। আসামিদেরকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠিত
যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় হামলা
জিম্মিদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে: ইসরাইলি সেনাবাহিনী
গাজাকে ‘শান্তিপূর্ণ’ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্প
পিরোজপুরে মোবাইল কোর্টের অভিযানে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস
দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
১০