ঝিনাইদহে কেসি কলেজে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৫:২১
ঝিনাইদহ সরকারী কেশব চন্দ্র (কেসি) কলেজে ঈদ পুনর্মিলনী। ছবি : বাসস

ঝিনাইদহ, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): ঝিনাইদহ সরকারী কেশব চন্দ্র (কেসি) কলেজে ঈদ পুনর্মিলনী করেছে ছাত্রদল। এতে কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন। পুনর্মিলনী উপলক্ষে সংগঠনটির সাবেক-বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় কেসি কলেজ ক্যাম্পাস।

শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এমএ মজিদ , যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসানসহ সাবেক নেতারা বক্তব্য রাখেন।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আলিম, সাবেক আহ্বায়ক ওয়াজিউল হক শরীফ, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, জেলা ছাত্রদল নেতা বখতিয়ার মাহমুদ, সাহেদ হোসেন প্রমুখ।

পরে দুপুর ২টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ, আহত ও বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে হামলা মামলার শিকার নেতৃবৃন্দের মাগফেরাত ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
১০