ঝিনাইদহে কেসি কলেজে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৫:২১
ঝিনাইদহ সরকারী কেশব চন্দ্র (কেসি) কলেজে ঈদ পুনর্মিলনী। ছবি : বাসস

ঝিনাইদহ, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): ঝিনাইদহ সরকারী কেশব চন্দ্র (কেসি) কলেজে ঈদ পুনর্মিলনী করেছে ছাত্রদল। এতে কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন। পুনর্মিলনী উপলক্ষে সংগঠনটির সাবেক-বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় কেসি কলেজ ক্যাম্পাস।

শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এমএ মজিদ , যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসানসহ সাবেক নেতারা বক্তব্য রাখেন।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আলিম, সাবেক আহ্বায়ক ওয়াজিউল হক শরীফ, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, জেলা ছাত্রদল নেতা বখতিয়ার মাহমুদ, সাহেদ হোসেন প্রমুখ।

পরে দুপুর ২টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ, আহত ও বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে হামলা মামলার শিকার নেতৃবৃন্দের মাগফেরাত ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০