ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপিত

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৪:৫৩
ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপিত। ছবি: দূতাবাস

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): ব্রাজিলের ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে গতকাল প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের উপস্থিতিতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়।

বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য দূতাবাস চত্বরকে বর্ণিল আলপনা, বেলুন, ফেস্টুন, পোস্টার ও ফুল দিয়ে সাজানো হয়।

ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে আজ একথা জানানো হয়।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের ধারক ‘এসো হে বৈশাখ’ গানটি উপস্থিত সকলকে নিয়ে সমবেতভাবে পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা বলেন, বাংলা নববর্ষ এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক উৎসব, যা বাংলাদেশিরা দেশে ও বিদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশে উদযাপন করেন।

বিদেশে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি উপস্থিত সকলকে ২৪’র গণ-অভ্যুত্থানে উজ্জীবিত হয়ে বৈষম্যহীন, সুখী ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখার অনুরোধ জানান।

এ সময় রাষ্ট্রদূত জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের পিঠা ও মিষ্টান্নসহ বাংলাদেশি খাবারের স্টল স্থাপন করা হয়।

এছাড়া, সকলের অংশগ্রহণে আকর্ষণীয় পুরস্কারসহ খেলাধূলার আয়োজন করা হয় এবং প্রবাসী বাংলাদেশিরা তাতে অংশ নেন। 

রাষ্ট্রদূত খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

বর্ণাঢ্য উৎসব আয়োজনে বিদেশি অতিথি ও প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নাচ, গান ও দেশীয় খাবার উপভোগের মধ্য দিয়ে পরিপূর্ণ একটি উৎসবমুখর দিন উদযাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ
বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন
সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহরে হামলায় ৪০ জন নিহত: জাতিসংঘ
ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন
মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা
কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত
বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
বান্দরবানে কাল শুরু কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ
১০