খুলনায় হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৬:০০ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:১৮
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১২০০ হজযাত্রী অংশগ্রহণ করেন। ছবি: পিআইডি

খুলনা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মঙ্গলবার হজযাত্রীদের জন্য তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১২শ’ হজযাত্রী অংশগ্রহণ করেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নূরুল হাই মোহাম্মদ আনাস, ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. হারুন-অর-রশিদ, লিমা হজ ট্রাভেল এজেন্সি (এইচএএবি)’র প্রতিনিধি মো. সায়েদুর রহমান সাঈদ ও বাংলাদেশ ব্যাংক খুলনার ইমাম মো. মাসুম বিল্লাহ।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হজের সময়, হজযাত্রীদের কষ্ট বা ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হবে।’

তিনি আরো বলেছেন, সকলেরই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, প্রশিক্ষণের সময় হজযাত্রীরা যত বেশি মনোযোগী হবেন, হজের আচার-অনুষ্ঠান পালন করা তত সহজ হবে। 

এই সময় জেলা প্রশাসক প্রশিক্ষণ অধিবেশনগুলোতে সাবধানতার সাথে উপস্থিত থাকার জন্য হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ
বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন
সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহরে হামলায় ৪০ জন নিহত: জাতিসংঘ
ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন
মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা
কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত
বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
বান্দরবানে কাল শুরু কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ
১০