খুলনায় হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৬:০০ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:১৮
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১২০০ হজযাত্রী অংশগ্রহণ করেন। ছবি: পিআইডি

খুলনা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মঙ্গলবার হজযাত্রীদের জন্য তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১২শ’ হজযাত্রী অংশগ্রহণ করেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নূরুল হাই মোহাম্মদ আনাস, ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. হারুন-অর-রশিদ, লিমা হজ ট্রাভেল এজেন্সি (এইচএএবি)’র প্রতিনিধি মো. সায়েদুর রহমান সাঈদ ও বাংলাদেশ ব্যাংক খুলনার ইমাম মো. মাসুম বিল্লাহ।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হজের সময়, হজযাত্রীদের কষ্ট বা ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হবে।’

তিনি আরো বলেছেন, সকলেরই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, প্রশিক্ষণের সময় হজযাত্রীরা যত বেশি মনোযোগী হবেন, হজের আচার-অনুষ্ঠান পালন করা তত সহজ হবে। 

এই সময় জেলা প্রশাসক প্রশিক্ষণ অধিবেশনগুলোতে সাবধানতার সাথে উপস্থিত থাকার জন্য হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেফতার
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
৫২ ঘণ্টা পর চবি’র ৯ শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো জাপান
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
রুশ মহড়ায় তাৎক্ষণিক সামরিক হুমকি দেখছে না ন্যাটো
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ২ আসামি গ্রেফতার
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণ জরুরি : চসিক মেয়র
১০