খুলনায় হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৬:০০ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:১৮
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১২০০ হজযাত্রী অংশগ্রহণ করেন। ছবি: পিআইডি

খুলনা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মঙ্গলবার হজযাত্রীদের জন্য তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১২শ’ হজযাত্রী অংশগ্রহণ করেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নূরুল হাই মোহাম্মদ আনাস, ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. হারুন-অর-রশিদ, লিমা হজ ট্রাভেল এজেন্সি (এইচএএবি)’র প্রতিনিধি মো. সায়েদুর রহমান সাঈদ ও বাংলাদেশ ব্যাংক খুলনার ইমাম মো. মাসুম বিল্লাহ।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হজের সময়, হজযাত্রীদের কষ্ট বা ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হবে।’

তিনি আরো বলেছেন, সকলেরই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, প্রশিক্ষণের সময় হজযাত্রীরা যত বেশি মনোযোগী হবেন, হজের আচার-অনুষ্ঠান পালন করা তত সহজ হবে। 

এই সময় জেলা প্রশাসক প্রশিক্ষণ অধিবেশনগুলোতে সাবধানতার সাথে উপস্থিত থাকার জন্য হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০