খুলনায় হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৬:০০ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:১৮
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১২০০ হজযাত্রী অংশগ্রহণ করেন। ছবি: পিআইডি

খুলনা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মঙ্গলবার হজযাত্রীদের জন্য তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১২শ’ হজযাত্রী অংশগ্রহণ করেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নূরুল হাই মোহাম্মদ আনাস, ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. হারুন-অর-রশিদ, লিমা হজ ট্রাভেল এজেন্সি (এইচএএবি)’র প্রতিনিধি মো. সায়েদুর রহমান সাঈদ ও বাংলাদেশ ব্যাংক খুলনার ইমাম মো. মাসুম বিল্লাহ।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হজের সময়, হজযাত্রীদের কষ্ট বা ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হবে।’

তিনি আরো বলেছেন, সকলেরই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, প্রশিক্ষণের সময় হজযাত্রীরা যত বেশি মনোযোগী হবেন, হজের আচার-অনুষ্ঠান পালন করা তত সহজ হবে। 

এই সময় জেলা প্রশাসক প্রশিক্ষণ অধিবেশনগুলোতে সাবধানতার সাথে উপস্থিত থাকার জন্য হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের : মার্কিন গণমাধ্যম
পহেলা মে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ’
মালদ্বীপে ইসরাইলি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপে সহায়তার আশ্বাস আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন দেশের
অনলাইন জুয়া খেলা বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং কর্মীদের সুযোগ বাড়ানো হলো
ঢাবিতে ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট শুরু
প্রকল্প সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা শারমীন এস মুরশিদের
কাল ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
ইউক্রেন শান্তি আলোচনা ‘সহজ নয়’: ন্যাটো প্রধান রুটে
১০