সাতক্ষীরায় সরকারি কলেজ রোডসহ ১০ সড়কের সংস্কার কাজ উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৭:২৩
সাতক্ষীরায় সরকারী কলেজ রোডসহ ১০ সড়কের সংস্কার কাজ উদ্বোধন। ছবি: বাসস

সাতক্ষীর, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): সাতক্ষীরা পৌরশহরে সরকারি কলেজ রোডসহ ১০টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সিআরএম প্রকল্পের আওতায় ও জার্মান ভিত্তিক কেএফডব্লিউ এর অর্থায়নে ১৭ কোটি ৪৭ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে পৌরসভার প্রায় ৯ কিলোমিটার এই সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আলহাজ তাজকিন আহমেদ চিশতি। আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, কেএফডব্লিউ এর প্রজেক্ট কনসালটেন্ট প্রকৌশলী মিরাজ আহম্মেদ, দুদক প্রতিরোধ কমিটি সাতক্ষীরার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা আহসানুল কাদির স্বপন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক মহিতুর রহমান কচি, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সেলিম, আসাদুজ্জামান খোকা, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক দুদায়েত মাসুদ অর্ঘ্য, সাবেক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর্জা রনি, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী পীযুষ মল্লিকসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

সাতক্ষীরার পৌরসভার সাবেক মেয়র আলহাজ তাজকিন আহমেদ চিশতি বলেন, দীর্ঘদিনের বহুকাঙ্ক্ষিত সাতক্ষীরা পৌরসভার ১০টি সড়ক সংস্কার কাজের আজ উদ্বোধন করা হয়েছে। সড়কগুলোর মধ্যে রয়েছে, শহরের পোস্ট অফিস থেকে কলেজ রোড হয়ে পুরাতন সাতক্ষীরা হাটখোলা পর্যন্ত, শহরের আলীয়া মাদরাসার সামনে থেকে পুরাতন সাতক্ষীরা মদিনা মসজিদ পর্যন্ত, শহরের পারকুখরালি পানির প্রকল্প থেকে সরকারি গোডাউন পর্যন্ত সড়কসহ মোট ১০টি সড়কের প্রায় ৯ কিলোমিটার কাজের উদ্বোধন করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৪৭ লাখ ৫২ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের : মার্কিন গণমাধ্যম
পহেলা মে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ’
মালদ্বীপে ইসরাইলি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপে সহায়তার আশ্বাস আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন দেশের
অনলাইন জুয়া খেলা বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং কর্মীদের সুযোগ বাড়ানো হলো
ঢাবিতে ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট শুরু
প্রকল্প সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা শারমীন এস মুরশিদের
কাল ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
ইউক্রেন শান্তি আলোচনা ‘সহজ নয়’: ন্যাটো প্রধান রুটে
১০