সাতক্ষীরায় সরকারি কলেজ রোডসহ ১০ সড়কের সংস্কার কাজ উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৭:২৩
সাতক্ষীরায় সরকারী কলেজ রোডসহ ১০ সড়কের সংস্কার কাজ উদ্বোধন। ছবি: বাসস

সাতক্ষীর, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): সাতক্ষীরা পৌরশহরে সরকারি কলেজ রোডসহ ১০টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সিআরএম প্রকল্পের আওতায় ও জার্মান ভিত্তিক কেএফডব্লিউ এর অর্থায়নে ১৭ কোটি ৪৭ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে পৌরসভার প্রায় ৯ কিলোমিটার এই সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আলহাজ তাজকিন আহমেদ চিশতি। আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, কেএফডব্লিউ এর প্রজেক্ট কনসালটেন্ট প্রকৌশলী মিরাজ আহম্মেদ, দুদক প্রতিরোধ কমিটি সাতক্ষীরার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা আহসানুল কাদির স্বপন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক মহিতুর রহমান কচি, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সেলিম, আসাদুজ্জামান খোকা, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক দুদায়েত মাসুদ অর্ঘ্য, সাবেক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর্জা রনি, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী পীযুষ মল্লিকসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

সাতক্ষীরার পৌরসভার সাবেক মেয়র আলহাজ তাজকিন আহমেদ চিশতি বলেন, দীর্ঘদিনের বহুকাঙ্ক্ষিত সাতক্ষীরা পৌরসভার ১০টি সড়ক সংস্কার কাজের আজ উদ্বোধন করা হয়েছে। সড়কগুলোর মধ্যে রয়েছে, শহরের পোস্ট অফিস থেকে কলেজ রোড হয়ে পুরাতন সাতক্ষীরা হাটখোলা পর্যন্ত, শহরের আলীয়া মাদরাসার সামনে থেকে পুরাতন সাতক্ষীরা মদিনা মসজিদ পর্যন্ত, শহরের পারকুখরালি পানির প্রকল্প থেকে সরকারি গোডাউন পর্যন্ত সড়কসহ মোট ১০টি সড়কের প্রায় ৯ কিলোমিটার কাজের উদ্বোধন করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৪৭ লাখ ৫২ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ
বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন
সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহরে হামলায় ৪০ জন নিহত: জাতিসংঘ
ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন
মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা
কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত
বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
বান্দরবানে কাল শুরু কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ
১০