দুই সপ্তাহের মধ্যে চালের দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে: বাণিজ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৯:০১
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে চালের দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে।

তিনি বলেন, ‘উন্নতমানের বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট জাতের চাল মূলত বোরো মৌসুমেই উৎপাদিত হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে বোরো চাল বাজারে চলে আসবে। 

আজ সচিবালয়ে ভোজ্যতেল আমদানি ও সরবরাহসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে ছিল, বিদ্যুৎ সরবরাহ ছিল স্থিতিশীল এবং পর্যাপ্ত পরিমাণে সার পাওয়া গেছে যা কৃষি উৎপাদনের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, ‘আমরা এ বছর ধানের ভালো ফলনের আশা করছি, যার ফলে চালের দাম কমে আসবে বলে আমরা আশাবাদী।’

কৃষিপণ্য সহজাতভাবে গতিশীল উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা সবধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর নজর রাখছি এবং যেখানে দাম স্থিতিশীল রাখার প্রয়োজন সেখানে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারের নীতি প্রনয়ণে পথ দেখাবে তরুণরা : ফয়েজ তৈয়্যব
নেত্রকোনা দুদকের ১৮৩তম গণশুনানি অনুষ্ঠিত 
বদরুদ্দীন উমর স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুন্ঠিত হননি : তারেক রহমান
সাক্ষী হয়ে আসামিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের অশ্রুসিক্ত মা
জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করা হবে : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
ঝটিকা মিছিল : গোপালগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামজাসহ ৪ জন কারাগারে
পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
ঘরের মাঠে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান
হবিগঞ্জে তিনটি ক্লিনিককে জরিমানা
ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু
১০