আন্তর্জাতিক কুইজ ফেস্টের আয়োজন করছে ঢাবি কুইজ সোসাইটি

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৯:৩২

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): দেশে প্রথমবারের মত দুই দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্টের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কুইজ সোসাইটি। 

আগামী ১৬ ও ১৭ এপ্রিল চলবে এই ফেস্ট। বিশ্বের ১১টি দেশের কুইজাররা অনলাইনে এই ফেস্টে অংশগ্রহণ করবে। 

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুইজ সোসাইটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ওয়াসি আহাম্মেদ বলেন, ‘ঢাবি কুইজ সোসাইটিই দেশের মধ্যে সর্বপ্রথম এই ধরনের বৃহৎ আন্তর্জাতিক কুইজ উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করছি, এটি বাংলাদেশের কুইজ সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে।’ 

এই কুইজ ফেস্টে ইন্টার স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির একশ’ টিম, মেগা কুইজে ৩০টা টিম আর ইন্ট্রা ইউনিভার্সিটি কুইজে ৭০টা টিম অংশগ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি। 

অনুষ্ঠানের প্রথম দিন স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতা এবং একক রাউন্ড অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং শেষ দিনে অনুষ্ঠিত হবে অন্ত: ও আন্ত:বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত রাউন্ড। সেই সঙ্গে পুরস্কার বিতরণীর মাধ্যমে এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ
বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন
সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহরে হামলায় ৪০ জন নিহত: জাতিসংঘ
ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন
মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা
কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত
বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
বান্দরবানে কাল শুরু কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ
১০