আন্তর্জাতিক কুইজ ফেস্টের আয়োজন করছে ঢাবি কুইজ সোসাইটি

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৯:৩২

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): দেশে প্রথমবারের মত দুই দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্টের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কুইজ সোসাইটি। 

আগামী ১৬ ও ১৭ এপ্রিল চলবে এই ফেস্ট। বিশ্বের ১১টি দেশের কুইজাররা অনলাইনে এই ফেস্টে অংশগ্রহণ করবে। 

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুইজ সোসাইটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ওয়াসি আহাম্মেদ বলেন, ‘ঢাবি কুইজ সোসাইটিই দেশের মধ্যে সর্বপ্রথম এই ধরনের বৃহৎ আন্তর্জাতিক কুইজ উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করছি, এটি বাংলাদেশের কুইজ সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে।’ 

এই কুইজ ফেস্টে ইন্টার স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির একশ’ টিম, মেগা কুইজে ৩০টা টিম আর ইন্ট্রা ইউনিভার্সিটি কুইজে ৭০টা টিম অংশগ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি। 

অনুষ্ঠানের প্রথম দিন স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতা এবং একক রাউন্ড অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং শেষ দিনে অনুষ্ঠিত হবে অন্ত: ও আন্ত:বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত রাউন্ড। সেই সঙ্গে পুরস্কার বিতরণীর মাধ্যমে এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
১০