আন্তর্জাতিক কুইজ ফেস্টের আয়োজন করছে ঢাবি কুইজ সোসাইটি

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৯:৩২

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): দেশে প্রথমবারের মত দুই দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্টের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কুইজ সোসাইটি। 

আগামী ১৬ ও ১৭ এপ্রিল চলবে এই ফেস্ট। বিশ্বের ১১টি দেশের কুইজাররা অনলাইনে এই ফেস্টে অংশগ্রহণ করবে। 

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুইজ সোসাইটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ওয়াসি আহাম্মেদ বলেন, ‘ঢাবি কুইজ সোসাইটিই দেশের মধ্যে সর্বপ্রথম এই ধরনের বৃহৎ আন্তর্জাতিক কুইজ উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করছি, এটি বাংলাদেশের কুইজ সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে।’ 

এই কুইজ ফেস্টে ইন্টার স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির একশ’ টিম, মেগা কুইজে ৩০টা টিম আর ইন্ট্রা ইউনিভার্সিটি কুইজে ৭০টা টিম অংশগ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি। 

অনুষ্ঠানের প্রথম দিন স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতা এবং একক রাউন্ড অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং শেষ দিনে অনুষ্ঠিত হবে অন্ত: ও আন্ত:বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত রাউন্ড। সেই সঙ্গে পুরস্কার বিতরণীর মাধ্যমে এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০