সুনামগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৫ (বাসস): জেলায় আজ ১২টি উপজেলার বিভিন্ন হাওরের বোরো ধানকাটা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করেছে প্রশাসন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান বোরো ধান কর্তন এবং আগাম বন্যায় করণীয় সম্পর্কে এক সংবাদ সম্মেলনে ছুটি বাতিলের বিষয়টি অবহিত করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফ ইকবাল আজাদ, জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আগামী ৭ দিন সুনামগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে হাওরের বোরো ফসল ঝুঁকিতে পড়তে পারে। এ জন্য দ্রুত পাকা ধান কাটার জন্য আহ্বান জানানো হয়েছে।
তিনি জানান, এজন্য সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও সকল প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যদের এলার্ট থাকতে বলা হয়েছে।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ জানান, ৫ এপ্রিল থেকে হাওরে কাটা শুরু হয়ে শেষ হবে আগামি ৪ মে এবং নন হাওরে ১৪ এপ্রিল থেকে ধানাকাটা শুরু হয়ে শেষ হবে ২৫ মে। জেলায় দেড়শত কম্পাইন্ড হারেভেস্টার মেশিন, ১৫টি রিপার মেশিন এবং ৫ হাজার ৬৫০ জন শ্রমিক ধান কাটছেন। আজ পর্যন্ত ৮ দশমিক ১ শতাংশ ধান কাটা হয়েছে।
তিনি আরও জানান, ৮০ ভাগ ধান পেকে গেলেই ধান কাটা যায়। এতে কৃষকের ফসলের ক্ষতি হবে না। পানি উন্নয়ন বোর্ডের সতর্কবার্তা আমলে নিয়ে জেলার সকল কৃষি কর্মকর্তা ও কর্মচারীদের ৪ মে পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জের একমাত্র ফসল হচ্ছে বোরো ফসল। তাই এ ফসল না কাটা পর্যন্ত জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি)-সহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক বোরো ধানকাটা সংশ্লিষ্ট যেকোনো সমস্যা তাৎক্ষণিক তাকে জানানোর জন্য স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।