ফেনীতে আন্তঃধর্মীয় সংলাপ 

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৮:৩৫
আন্তঃধর্মীয় সংলাপ  অনুষ্ঠিত। ছবি : বাসস

ফেনী, ১৫ এপ্রিল ২০২৫ (বাসস): জেলায় আজ ‘সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে ফেনী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন করে ‘দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিলেটর গ্রুপ’ (পিএফজি)।

এ সংলাপে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ ফেনীর সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

পিএফজির সদর উপজেলা কো-অর্ডিনেটর ও জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নোয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মলয় কান্তি চক্রবর্তী, জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, বিএনপি’র যুগ্ম-আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা খেলাফত মজলিসের সভাপতি মোজাফফর আহমেদ, ফেনী বড় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, খ্রিস্টান ধর্মের পালক সুবীর সরকার, বৌদ্ধ ধর্ম প্রতিনিধি স্মৃতিরত্ন ভিক্ষু, হিন্দু ধর্মের পুরোহিত নারায়ন চক্রবর্তী, উদ্যোক্তা কামরুন নেছা মনি প্রমুখ। 

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলায় ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএফজি এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ডিস্ট্রিক কো-অর্ডিনেটর সৈয়দ নাছির উদ্দিন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের : মার্কিন গণমাধ্যম
পহেলা মে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ’
মালদ্বীপে ইসরাইলি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপে সহায়তার আশ্বাস আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন দেশের
অনলাইন জুয়া খেলা বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং কর্মীদের সুযোগ বাড়ানো হলো
ঢাবিতে ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট শুরু
প্রকল্প সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা শারমীন এস মুরশিদের
কাল ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
ইউক্রেন শান্তি আলোচনা ‘সহজ নয়’: ন্যাটো প্রধান রুটে
১০