ফেনীতে আন্তঃধর্মীয় সংলাপ 

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৮:৩৫
আন্তঃধর্মীয় সংলাপ  অনুষ্ঠিত। ছবি : বাসস

ফেনী, ১৫ এপ্রিল ২০২৫ (বাসস): জেলায় আজ ‘সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে ফেনী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন করে ‘দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিলেটর গ্রুপ’ (পিএফজি)।

এ সংলাপে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ ফেনীর সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

পিএফজির সদর উপজেলা কো-অর্ডিনেটর ও জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নোয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মলয় কান্তি চক্রবর্তী, জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, বিএনপি’র যুগ্ম-আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা খেলাফত মজলিসের সভাপতি মোজাফফর আহমেদ, ফেনী বড় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, খ্রিস্টান ধর্মের পালক সুবীর সরকার, বৌদ্ধ ধর্ম প্রতিনিধি স্মৃতিরত্ন ভিক্ষু, হিন্দু ধর্মের পুরোহিত নারায়ন চক্রবর্তী, উদ্যোক্তা কামরুন নেছা মনি প্রমুখ। 

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলায় ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএফজি এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ডিস্ট্রিক কো-অর্ডিনেটর সৈয়দ নাছির উদ্দিন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯৯৯ নম্বর ক্লোন করে প্রতারণা : সতর্ক করলো পুলিশ
বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন
সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহরে হামলায় ৪০ জন নিহত: জাতিসংঘ
ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন
মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা
কৃষি মার্কেটে অভিযান : ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ ও ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা 
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করলেন ইউএনডিপির শুভেচ্ছা দূত
বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি
বান্দরবানে কাল শুরু কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ
১০