কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু 

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪০
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: উইকিপিডিয়া

কুমিল্লা, ১৯ এপ্রিল ২০২৫ (বাসস) : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ শুরু হয়েছে।  বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হলো এবারের ভর্তিযুদ্ধ। 

এ বছর ‘এ’ ইউনিটের ভর্তির জন্য প্রতি আসনে লড়বেন ৯৩ জন এবং ‘সি’ ইউনিটে লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কুমিল্লা শহরের ৩০টি কেন্দ্রে আজ এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ১০টায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) এবং বিকাল ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের জন্য লড়বেন ৯৩ জন। ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৯৫২টি, ফলে আসন প্রতি প্রতিযোগিতা হবে ৪১ জন শিক্ষার্থীর মধ্যে। 

এছাড়া ‘বি’ ইউনিট (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) এর পরীক্ষা আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৯২ জন। ফলে প্রতিটি আসনের জন্য লড়বেন ৫৪ জন শিক্ষার্থী। 

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ সোলায়মান বলেন, ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত থাকবেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা । 

চার বছর পর আবার নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে কুবি। যা শিক্ষার্থীদের মাঝে নতুন প্রত্যাশা ও আগ্রহ তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০