পটুয়াখালীতে মায়ের সাথে খেলতে গিয়ে শিশুর রহস্যজনক মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৩:০০

পটুয়াখালী, ১৯ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে ১৯ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আয়শা নামের ওই শিশুকে অচেতন অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা মীম আক্তার (২০) জানান, তার কন্যা আয়শা খেলাধুলার সময় বিছানা থেকে পড়ে যায়। এরপরই তিনি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শাম্মী ইসলাম তরণ বলেন, ‘শিশুটির মা বলছেন, খাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। কিন্তু শিশুর শরীরের চিহ্ন ও আঘাতের ধরন তার বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 

বিষয়টি আমাদের সন্দেহের উদ্রেক করেছে।’

তিনি আরও বলেন, ‘শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত হওয়া জরুরি। সেই অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছে।’

শিশুর মা মীম আক্তার দাবি করেন, তিন বছর আগে তার বিয়ে হয় নওগাঁ সদর উপজেলার রোনান সাহেদ (২৪) নামের এক দিনমজুরের সঙ্গে। তার স্বামী বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে থাকেন। মাঝে মধ্যে বিভিন্ন নম্বর দিয়ে কল দেন। বিয়ের পর শাশুড়ি বিদেশ চলে গেলে তিনি বাউফলের রায় তাঁতেরকাঠি গ্রামে নিজের বাবার বাড়িতে চলে আসেন এবং দেড় বছর আগে সেখানে আয়শার জন্ম হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আজ শনিবার ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ পটুয়াখালী  পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে ওলামাদলের দ্বিবার্ষিক সম্মেলন
শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময়
আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে রাতের তাপমাত্রা
সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প 
জনগণের স্বতঃস্ফূর্ত গ্রাফিতির সংকলন ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র
চিতলমারীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 
ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি
১০