পটুয়াখালীতে মায়ের সাথে খেলতে গিয়ে শিশুর রহস্যজনক মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৩:০০

পটুয়াখালী, ১৯ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে ১৯ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আয়শা নামের ওই শিশুকে অচেতন অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা মীম আক্তার (২০) জানান, তার কন্যা আয়শা খেলাধুলার সময় বিছানা থেকে পড়ে যায়। এরপরই তিনি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শাম্মী ইসলাম তরণ বলেন, ‘শিশুটির মা বলছেন, খাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। কিন্তু শিশুর শরীরের চিহ্ন ও আঘাতের ধরন তার বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 

বিষয়টি আমাদের সন্দেহের উদ্রেক করেছে।’

তিনি আরও বলেন, ‘শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত হওয়া জরুরি। সেই অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছে।’

শিশুর মা মীম আক্তার দাবি করেন, তিন বছর আগে তার বিয়ে হয় নওগাঁ সদর উপজেলার রোনান সাহেদ (২৪) নামের এক দিনমজুরের সঙ্গে। তার স্বামী বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে থাকেন। মাঝে মধ্যে বিভিন্ন নম্বর দিয়ে কল দেন। বিয়ের পর শাশুড়ি বিদেশ চলে গেলে তিনি বাউফলের রায় তাঁতেরকাঠি গ্রামে নিজের বাবার বাড়িতে চলে আসেন এবং দেড় বছর আগে সেখানে আয়শার জন্ম হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আজ শনিবার ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ পটুয়াখালী  পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০