পটুয়াখালীতে মায়ের সাথে খেলতে গিয়ে শিশুর রহস্যজনক মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৩:০০

পটুয়াখালী, ১৯ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে ১৯ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আয়শা নামের ওই শিশুকে অচেতন অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা মীম আক্তার (২০) জানান, তার কন্যা আয়শা খেলাধুলার সময় বিছানা থেকে পড়ে যায়। এরপরই তিনি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শাম্মী ইসলাম তরণ বলেন, ‘শিশুটির মা বলছেন, খাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। কিন্তু শিশুর শরীরের চিহ্ন ও আঘাতের ধরন তার বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 

বিষয়টি আমাদের সন্দেহের উদ্রেক করেছে।’

তিনি আরও বলেন, ‘শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত হওয়া জরুরি। সেই অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছে।’

শিশুর মা মীম আক্তার দাবি করেন, তিন বছর আগে তার বিয়ে হয় নওগাঁ সদর উপজেলার রোনান সাহেদ (২৪) নামের এক দিনমজুরের সঙ্গে। তার স্বামী বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে থাকেন। মাঝে মধ্যে বিভিন্ন নম্বর দিয়ে কল দেন। বিয়ের পর শাশুড়ি বিদেশ চলে গেলে তিনি বাউফলের রায় তাঁতেরকাঠি গ্রামে নিজের বাবার বাড়িতে চলে আসেন এবং দেড় বছর আগে সেখানে আয়শার জন্ম হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আজ শনিবার ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ পটুয়াখালী  পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
১০