নাটোরে দিন ব্যাপী হজ প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৩:১৪ আপডেট: : ১৯ এপ্রিল ২০২৫, ১৩:২৯
নাটোর জেলায় মোগল আমলের ঐতিহ্যবাহী আলাইপুর মারকাজ জামে মসজিদে শনিবার দিন ব্যাপী হজ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। ছবি : বাসস

নাটোর, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় মোগল আমলের ঐতিহ্যবাহী  আলাইপুর মারকাজ জামে মসজিদে দিন ব্যাপী  হজ প্রশিক্ষণ শুরু হয়েছে। 

আজ সকাল সাড়ে নয়টায়  হাতে-কলমে  প্রশিক্ষণ প্রদানের এই কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণে আলাইপুর মারকাজ জামে মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান হজের তালবিয়া ও সুরা-কেরাত,এহরামের বিধি-বিধান, কংকর নিক্ষেপ, তওবা, নিয়ত ইত্যাদি, জামিয়া মাহমুদিয়া মাদানি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাদ্দিস হাফিজুর রহমান মুছাফির ও মুকিম, মা-বোনদের ওজুর অবস্থা ও করণীয়, আদব, বদলী হজ, মিরাছ, তায়াম্মুম, ঋণ, পর্দা ইত্যাদি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছেন। 

প্রশিক্ষণের অন্যতম আয়োজক কাজী বদরুল আলম বলেন, প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে হজ গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন।

প্রশিক্ষণের অন্যতম আয়োজক ফরমান খান সৈকত চৌধুরী জানান, জেলা থেকে চলতি বছরে সরকারী ও বেসরকারী পর্যায়ে হজ গমনে নিবন্ধিত পাঁচ শতাধিক নারী-পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহন করছেন। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। আগ্রহীদের জন্যে প্রতিদিন মাগরিব থেকে এশা নামাজ পর্যন্ত হাতে-কলমে প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০