নাটোরে দিন ব্যাপী হজ প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৩:১৪ আপডেট: : ১৯ এপ্রিল ২০২৫, ১৩:২৯
নাটোর জেলায় মোগল আমলের ঐতিহ্যবাহী আলাইপুর মারকাজ জামে মসজিদে শনিবার দিন ব্যাপী হজ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। ছবি : বাসস

নাটোর, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় মোগল আমলের ঐতিহ্যবাহী  আলাইপুর মারকাজ জামে মসজিদে দিন ব্যাপী  হজ প্রশিক্ষণ শুরু হয়েছে। 

আজ সকাল সাড়ে নয়টায়  হাতে-কলমে  প্রশিক্ষণ প্রদানের এই কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণে আলাইপুর মারকাজ জামে মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান হজের তালবিয়া ও সুরা-কেরাত,এহরামের বিধি-বিধান, কংকর নিক্ষেপ, তওবা, নিয়ত ইত্যাদি, জামিয়া মাহমুদিয়া মাদানি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাদ্দিস হাফিজুর রহমান মুছাফির ও মুকিম, মা-বোনদের ওজুর অবস্থা ও করণীয়, আদব, বদলী হজ, মিরাছ, তায়াম্মুম, ঋণ, পর্দা ইত্যাদি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছেন। 

প্রশিক্ষণের অন্যতম আয়োজক কাজী বদরুল আলম বলেন, প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে হজ গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন।

প্রশিক্ষণের অন্যতম আয়োজক ফরমান খান সৈকত চৌধুরী জানান, জেলা থেকে চলতি বছরে সরকারী ও বেসরকারী পর্যায়ে হজ গমনে নিবন্ধিত পাঁচ শতাধিক নারী-পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহন করছেন। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। আগ্রহীদের জন্যে প্রতিদিন মাগরিব থেকে এশা নামাজ পর্যন্ত হাতে-কলমে প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে ওলামাদলের দ্বিবার্ষিক সম্মেলন
শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময়
আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে রাতের তাপমাত্রা
সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প 
জনগণের স্বতঃস্ফূর্ত গ্রাফিতির সংকলন ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র
চিতলমারীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 
ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি
১০