হ্যানয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৩৬
ভিয়েতনামের হ্যানয়ে শুক্রবার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়। ছবি: ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সৌন্দর্য্যে

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের হ্যানয়ে গতকাল বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়। এতে সেদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষকে তুলে ধরতে বিভিন্ন আলপনা ও রঙে সাজিয়ে তোলা হয় উৎসব প্রাঙ্গণ। এছাড়া, ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের সমন্বয়ে স্থাপন করা হয় বেশ কয়েকটি স্টল।

ঢাকায় আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলা নববর্ষ। ফেলে আসা বছরের সুখ-দুঃখ ভুলে নতুন স্বপ্ন নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। এ দিন জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলে মিলে উৎসবে মেতে উঠে। এই উৎসব দেশ ও দেশের মানুষকে সারা বিশ্বে তুলে ধরে। তাই জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব অপরিসীম।

তিনি এই দিবসের শিক্ষা নিয়ে সকল অশুভ ও অসুন্দরকে জয় করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে ওলামাদলের দ্বিবার্ষিক সম্মেলন
শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময়
আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে রাতের তাপমাত্রা
সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প 
জনগণের স্বতঃস্ফূর্ত গ্রাফিতির সংকলন ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র
চিতলমারীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 
ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি
১০