হ্যানয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৩৬
ভিয়েতনামের হ্যানয়ে শুক্রবার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়। ছবি: ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সৌন্দর্য্যে

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের হ্যানয়ে গতকাল বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়। এতে সেদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষকে তুলে ধরতে বিভিন্ন আলপনা ও রঙে সাজিয়ে তোলা হয় উৎসব প্রাঙ্গণ। এছাড়া, ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের সমন্বয়ে স্থাপন করা হয় বেশ কয়েকটি স্টল।

ঢাকায় আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলা নববর্ষ। ফেলে আসা বছরের সুখ-দুঃখ ভুলে নতুন স্বপ্ন নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। এ দিন জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলে মিলে উৎসবে মেতে উঠে। এই উৎসব দেশ ও দেশের মানুষকে সারা বিশ্বে তুলে ধরে। তাই জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব অপরিসীম।

তিনি এই দিবসের শিক্ষা নিয়ে সকল অশুভ ও অসুন্দরকে জয় করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০