ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের হ্যানয়ে গতকাল বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়। এতে সেদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা নববর্ষকে তুলে ধরতে বিভিন্ন আলপনা ও রঙে সাজিয়ে তোলা হয় উৎসব প্রাঙ্গণ। এছাড়া, ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের সমন্বয়ে স্থাপন করা হয় বেশ কয়েকটি স্টল।
ঢাকায় আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলা নববর্ষ। ফেলে আসা বছরের সুখ-দুঃখ ভুলে নতুন স্বপ্ন নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। এ দিন জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলে মিলে উৎসবে মেতে উঠে। এই উৎসব দেশ ও দেশের মানুষকে সারা বিশ্বে তুলে ধরে। তাই জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব অপরিসীম।
তিনি এই দিবসের শিক্ষা নিয়ে সকল অশুভ ও অসুন্দরকে জয় করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান।