হ্যানয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৩৬
ভিয়েতনামের হ্যানয়ে শুক্রবার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়। ছবি: ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সৌন্দর্য্যে

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের হ্যানয়ে গতকাল বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়। এতে সেদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষকে তুলে ধরতে বিভিন্ন আলপনা ও রঙে সাজিয়ে তোলা হয় উৎসব প্রাঙ্গণ। এছাড়া, ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের সমন্বয়ে স্থাপন করা হয় বেশ কয়েকটি স্টল।

ঢাকায় আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলা নববর্ষ। ফেলে আসা বছরের সুখ-দুঃখ ভুলে নতুন স্বপ্ন নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। এ দিন জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলে মিলে উৎসবে মেতে উঠে। এই উৎসব দেশ ও দেশের মানুষকে সারা বিশ্বে তুলে ধরে। তাই জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব অপরিসীম।

তিনি এই দিবসের শিক্ষা নিয়ে সকল অশুভ ও অসুন্দরকে জয় করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাল থেকে শুরু সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর
দুর্গাপূজা প্রকৃতি ও মানবিক সম্পর্কের প্রতি গভীর ভালোবাসার বার্তা বহন করে : ফরিদা আখতার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটির পরিবর্তে তিনটি টি২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা
১ লাখ ৮০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজের দল ঘোষনা
দিনাজপুরে কুমারী পূজায় ভক্তদের ভিড়
মেহগনি বাগানে চুইঝাল চাষে সফল খুলনার আবু জাফর
বগুড়ায় কুমারী পূজা অনুষ্ঠিত
টাঙ্গাইলে ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রশাসনের
রাজধানীতে বিপুল পরিমাণ অস্ত্র ও ওয়াকিটকি সেটসহ দুইজন গ্রেফতার
১০