শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৪৫
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী পারের সময় নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২৫(বাসস) : জেলার রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদী পারের সময় নৌকাডুবিতে নিখোঁজ হয় দশম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেন। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার ভোলাবো এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার লাশ উদ্ধার করে।

মৃত জোবায়ের হোসেন রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপন হোসেনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেন ও তার কয়েকজন বন্ধু একটি ছোট নৌকায় খেয়া পার হচ্ছিলো। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে পানি উঠে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে তার বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠলে ও ডুবে যায় জোবায়ের হোসেন। এরপর থেকে সে নিখোঁজ ছিল । খবর পেয়ে শনিবার সকাল ১০ টায়  ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে ওলামাদলের দ্বিবার্ষিক সম্মেলন
শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময়
আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে রাতের তাপমাত্রা
সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প 
জনগণের স্বতঃস্ফূর্ত গ্রাফিতির সংকলন ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র
চিতলমারীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 
ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি
১০