শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৪৫
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী পারের সময় নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২৫(বাসস) : জেলার রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদী পারের সময় নৌকাডুবিতে নিখোঁজ হয় দশম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেন। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার ভোলাবো এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার লাশ উদ্ধার করে।

মৃত জোবায়ের হোসেন রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপন হোসেনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেন ও তার কয়েকজন বন্ধু একটি ছোট নৌকায় খেয়া পার হচ্ছিলো। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে পানি উঠে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে তার বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠলে ও ডুবে যায় জোবায়ের হোসেন। এরপর থেকে সে নিখোঁজ ছিল । খবর পেয়ে শনিবার সকাল ১০ টায়  ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
১০