শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৪৫
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী পারের সময় নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২৫(বাসস) : জেলার রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদী পারের সময় নৌকাডুবিতে নিখোঁজ হয় দশম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেন। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার ভোলাবো এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার লাশ উদ্ধার করে।

মৃত জোবায়ের হোসেন রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপন হোসেনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেন ও তার কয়েকজন বন্ধু একটি ছোট নৌকায় খেয়া পার হচ্ছিলো। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে পানি উঠে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে তার বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠলে ও ডুবে যায় জোবায়ের হোসেন। এরপর থেকে সে নিখোঁজ ছিল । খবর পেয়ে শনিবার সকাল ১০ টায়  ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০