হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৫৫
শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে শনিবার ভোররাত ৪টার দিকে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। ছবি: বাসস

হবিগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি দোকান।

আজ শনিবার ভোররাত ৪টার দিকে সুতাং বাজারের পূর্ব পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগুনে মুদি দোকান, সবজির দোকান, দুটি রেস্তোরাঁ, একটি মুরগির দোকান এবং একটি ধানের খালি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী হারুন মিয়ার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। এতে ১৫টি দোকান পুড়ে গেছে। 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে, এতে ১৫ টি দেকান পুড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
১০