হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৫৫
শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে শনিবার ভোররাত ৪টার দিকে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। ছবি: বাসস

হবিগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি দোকান।

আজ শনিবার ভোররাত ৪টার দিকে সুতাং বাজারের পূর্ব পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগুনে মুদি দোকান, সবজির দোকান, দুটি রেস্তোরাঁ, একটি মুরগির দোকান এবং একটি ধানের খালি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী হারুন মিয়ার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। এতে ১৫টি দোকান পুড়ে গেছে। 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে, এতে ১৫ টি দেকান পুড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফরিদগঞ্জ পৌর সড়কে অভিযান, জরিমানা
দেশের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপিত
ইসরায়েল ম্যাচের লভ্যাংশ ফিলিস্তিনিদের দিবে নরওয়ে
মাদারীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
বিমানবন্দরে মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার 
মেলবোর্নকে ১৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নওগাঁয় পানি সম্পদ আইন বিষয়ক কর্মশালা
কুমিল্লায় চার মাদক কারবারি গ্রেফতার 
১০