বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রাইজ ইন রেড’ কর্মসূচি

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৫:০৮
শনিবার ’বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রাইজ ইন রেড’ কর্মসূচি। ছবি : বাসস

বগুড়া, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ছয় দফা দাবি ও কারিগরি শিক্ষা সেক্টরের বৈষম্য দূর করার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বগুড়ার পলিটেকনিক শিক্ষার্থীরা। সর্বশেষ শনিবার ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নাম লাল কাপড়ে ঢেকে দেন। 

বেলা ১২টার দিকে ক্যাম্পাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইনস্টিটিউট গেইটে গিয়ে শেষ হয়। 

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মূল ফটকের নাম ঢেকে রাখা হবে।

একই দিনে শহরের নওদাপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। তারাও একই দাবিতে আন্দোলনে সংহতি প্রকাশ করে।

এর আগে শুক্রবার শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল বের করেন। পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে শুরু হয়ে কলোনী এলাকা প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা গেইটের সামনে রাস্তার ওপর সমাবেশ করেন। সেখানে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা পলিটেকনিকের মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। 

এর আগের দিন, বুধবার শিক্ষার্থীরা শহরের বনানী মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। বেলা সাড়ে ১১টা থেকে প্রায় পৌনে ৩টা পর্যন্ত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে বগুড়া সরকারি পলিটেকনিকসহ পাঁচটি বেসরকারি টেকনিক্যাল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিকেলে ঢাকা ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ এনে বগুড়া পলিটেকনিক ক্যাম্পাসে মশাল মিছিলও করে তারা।

এরও আগে, ১৫ এপ্রিল শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে তারা ছয় দফা দাবি উত্থাপন করেন। 

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফরিদগঞ্জ পৌর সড়কে অভিযান, জরিমানা
দেশের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপিত
ইসরায়েল ম্যাচের লভ্যাংশ ফিলিস্তিনিদের দিবে নরওয়ে
মাদারীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
বিমানবন্দরে মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার 
মেলবোর্নকে ১৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নওগাঁয় পানি সম্পদ আইন বিষয়ক কর্মশালা
কুমিল্লায় চার মাদক কারবারি গ্রেফতার 
১০