ভোলায় ঢাকাগামী ইন্ট্রাকো কোম্পানির  গ্যাস ভর্তি কাভার্ডভ্যান আটকে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

বাসস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৫:২০ আপডেট: : ১৯ এপ্রিল ২০২৫, ১৬:২০
শুক্রবার রাত ১১টার দিকে ভোলায় এলপিজি গ্যাস ভর্তি একটি কাভার্ডভ্যান ঢাকা যাওয়ার পথে আটকে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : বাসস

ভোলা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ভোলায় ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি একটি কাভার্ডভ্যান ঢাকা যাওয়ার পথে আটকে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ড ভ্যানটি আটকে দেয়া হয়।

বিক্ষোভকারীরা জানায়, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বদ্বীপ ফোরামসহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় আন্দোলন তীব্রতর হয়ে উঠেছে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা সমন্বয়ক মো. রহিম বাসস'কে বলেন, ‘এখন থেকে আমরা ভোলার গ্যাস আর ইন্ট্রাকো কোম্পানিকে লুট করে নিতে দেব না। আমাদের পাঁচ দফা দাবি মানতে হবে।’

বদ্বীপ ফোরামের আহ্বায়ক মীর মোশাররফ  অমি বলেন, ‘ইন্ট্রাকো কোম্পানির সাথে স্বৈর শাসনামলের অবৈধ চুক্তি বাতিল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১১ টার দিকে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ি ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনের রাস্তায় আটকে দেয়। পরে তারা কাভার্ড ভ্যানটি বাস টার্মিনাল সংলগ্ন হেলিপ্যাড রোডে নিয়ে রাখে।

এর আগে গতকাল শুক্রবার সকাল ১১ টায় ‘ভোলার ঘরে ঘরে গ্যাস চাই’, ‘গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন’, ‘মেডিকেল কলেজ স্থাপন’, ‘ইন্ট্রাকোর সাথে চুক্তি বাতিল’ ও ‘ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ’সহ ৫ দফা দাবিতে কে. জাহান মার্কেটের সামনে ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদ এক মানববন্ধনের আয়োজন করে। 

এদিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ইন্ট্রাকো কোম্পানির ভোলার কর্মকর্তাগণ তাদের জেলা সদরের অফিস থেকে সরে যেতে বাধ্য হন।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ভোলা সদর থানার অফিসার ইনচার্জ ওসি হাসনাইন আহমেদ পারভেজ জানান, বিষয়টি খুবই স্পর্শকাতর হওয়ায় পুলিশ সেখানে সতর্কাবস্থায় রয়েছে।

এ বিষয়ে বক্তব্য নিতে ইন্ট্রাকো কোম্পানির কোনো কর্মকর্তাকে তাদের ভোলা অফিসে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০