বরিশাল, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের উপর বৈধতা কর্মশালার আয়োজন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল জোন।
আজ সকাল ১০ টায় নগরীর বান্ধ রোড গ্র্যান্ড র্পাক হোটেল সভা কক্ষে দিনব্যাপি কর্মশালা শুরু হয়েছে।
কর্মশালায় উপস্থিত বক্তারা বলেন, বর্তমানে দেশে পানি সরবরাহ ও স্যানিটেশন পরিষেবা বাস্তবায়নে DPHE- এর অধীনে ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ গ্রামীণ পানি, স্যানিটেশন ও হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রকল্প (BRWSHHCDP) এর অধীনে একজন টিম লিডার এবং পানি সরবরাহ প্রকৌশলী বিভাগ কাজ করছে। বরিশাল অঞ্চলের বরিশাল,পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, ঝালোকাঠি, শরীয়তপুর জেলাসহ ৭টি জেলা এই কর্মশালায় অংশ গ্রহন করেছেন।
বাংলাদেশ রুরাল ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট (BRWSHHCDP) প্রকল্প, DPHE-এর আওতাধীন উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ হট স্পটগুলিতে উপযুক্ত পানি সরবরাহ প্রযুক্তির উপর সম্ভাব্যতা অধ্যয়ন এবং বিস্তারিত প্রকৌশল অঙ্কন-এর জন্য “বরিশাল অঞ্চলের সম্ভাব্যতা অধ্যয়ন প্রতিবেদনের উপর দিনব্যাপী বৈধতা কর্মশালা চলছে। কর্মশালাটি সফল ভাবে আয়োজনে সহযোগিতা করেন বাংলাদেশ উন্নয়ন সহায়তা তহবিল (জিওবি), বিশ্ব ব্যাংক ও এশিয়া পরিকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল সাড়ে ১০ টায় কর্মশালা-এর উদ্বোধনী অধিবেশন শুরু করা হয়। পরে আরডব্লিউএসএইচএইচসিডি প্রকল্প’র ডিপিডি তাসনিম তামান্না স্বাগত বক্তব্য প্রদান করেন। আরডব্লিউএসএইচপি-এসডি-২০ টিএল মনোয়ার আলী প্রকল্পের সার সংক্ষেপ বক্তব্য দেন।
এ সময় আরডাব্লিউএসএইচএইচসিডি’র প্রকল্প পরিচালক মো. তবিবুর রহমান তালুকদার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওবি-এর ডিপিএইচই অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) এহেতেশামুল রাসেল খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংক ঢাকার টিটিএল রোকেয়া আহমেদ, বরিশাল ডিপিএইচই তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস.এম. শহীদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ডিপিএইচই বরিশাল সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, আরডাব্লিউএসএইচপি-এসডি-২০-এর মো. আবুল কাশেম মজুমদার ও তার দল, আহমেদ সালমান হায়দার ও তার দল, ফাহাদ মো. ফরহাদুল ইসলাম ও তার দল, আরডাব্লিউএসএইচপি-এসডি-২০-এর ড. তানভীর আহসান, মো. সোহেল মাসুদ, মো. দেলোয়ারুজ্জামানসহ শিশির চৌধুরী।