ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ১৮ ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের আহ্বান জানিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (bdr-commission.org)|
যাদের সাক্ষ্য প্রদানের আহ্বান জানিয়েছে তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, এইচএম গোলাম রেজা, ওয়ারেসাত হোসেন বেলাল, আনিসুল ইসলাম মাহমুদ, নুরুল ইসলাম বিএসসি, র্যাবের সাবেক ডিজি হাসান মাহমুদ খন্দকার, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাবেক ওয়ার্ড কমিশনার সুরাইয়া বেগম, সাংবাদিক মুন্নী সাহা, জ ই মামুন, মনজুরুল আহসান বুলবুল এবং লিটন ওরফে লেদার লিটন, পিতা তোরাব আলী।