জাপানে বাংলাদেশ মিশন ই-পাসপোর্ট চালু করেছে

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:০৭ আপডেট: : ২৪ এপ্রিল ২০২৫, ১৯:২৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাপানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বাংলাদেশ দূতাবাস আজ থেকে ই-পাসপোর্ট পরিষেবা চালু করেছে।

এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া আজ টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এই পরিষেবা উদ্বোধন করেছেন। 

অনুষ্ঠানে তিনি বলেন, ই-পাসপোর্ট পরিষেবা চালু হওয়ার ফলে জাপান থেকে ভ্রমণ ও অভিবাসন আরও সহজ হবে। তিনি বলেন, সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, “সরকার বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীদের সময়মতো পাসপোর্ট পাওয়ার বিষয়ে দীর্ঘদিনের অভিযোগের সমাধান করেছে। এখন প্রবাসীরা অল্প সময়ের মধ্যে পাসপোর্ট পাচ্ছেন।” 

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ই-পাসপোর্ট পরিষেবা চালুর মাধ্যমে জাপানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।

ই-পাসপোর্ট এবং স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ই-পাসপোর্ট প্রকল্পের ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিরা, জাপানে বসবাসকারী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
১০