জাপানে বাংলাদেশ মিশন ই-পাসপোর্ট চালু করেছে

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:০৭ আপডেট: : ২৪ এপ্রিল ২০২৫, ১৯:২৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাপানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বাংলাদেশ দূতাবাস আজ থেকে ই-পাসপোর্ট পরিষেবা চালু করেছে।

এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া আজ টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এই পরিষেবা উদ্বোধন করেছেন। 

অনুষ্ঠানে তিনি বলেন, ই-পাসপোর্ট পরিষেবা চালু হওয়ার ফলে জাপান থেকে ভ্রমণ ও অভিবাসন আরও সহজ হবে। তিনি বলেন, সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, “সরকার বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীদের সময়মতো পাসপোর্ট পাওয়ার বিষয়ে দীর্ঘদিনের অভিযোগের সমাধান করেছে। এখন প্রবাসীরা অল্প সময়ের মধ্যে পাসপোর্ট পাচ্ছেন।” 

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ই-পাসপোর্ট পরিষেবা চালুর মাধ্যমে জাপানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।

ই-পাসপোর্ট এবং স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ই-পাসপোর্ট প্রকল্পের ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিরা, জাপানে বসবাসকারী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফায়ার সার্ভিস অধিদপ্তরে দুদকের অভিযান
কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদকাসক্ত বললেন সাবেক মন্ত্রী
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
টেক্সাসের ‘ট্রাম্প বার্গার’-এ প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ১০০ দিন উদযাপন
রাজধানীতে ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’ শুরু 
যারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বাস করছে : শিবির সভাপতি
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে: তারেক রহমান
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
‘পাম দ’অর’ জয়ী স্লিয়েপচেভিচ : ক্রোয়েশিয়ার সাহসী নির্মাতা
সেন্টমার্টিনে অবৈধ হোটেল নির্মাণ : সাবেক এমপি বদিসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
১০