দক্ষ কর্মী সৃষ্টির লক্ষ্যে জাতীয় পরিকল্পনা প্রণয়নের জন্য শ্রম সংস্কার কমিশনের সুপারিশ

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৩৯ আপডেট: : ২৪ এপ্রিল ২০২৫, ২১:৩১
সোমবার প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো জমা দেয়া হয়। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট খাতে উপযুক্ত দক্ষ কর্মী সৃষ্টির জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করতে সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন গত সোমবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন।

শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা ও সাফল্যের পথে উত্তরণে 'আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট খাতে উপযুক্ত দক্ষ কর্মী সৃষ্টির জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করার সুপারিশ করা হয়েছে। 

এছাড়াও, চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নেয়ার জন্য, প্রধান প্রযুক্তি সমূহ যেমন- এআই, রোবোটিকস, এবং ডিজিটাল প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং, থ্রিডি প্রিন্টিং, বায়ো টেকনোলজি খাতের শ্রমিকদেরকে প্রস্তুত করতে 'জাতীয় দক্ষতা উন্নয়ন কর্মসূচি' চালু করা এবং এ ক্ষেত্রে বৈশ্বিক শ্রমবাজার ও উদীয়মান শিল্পের চাহিদার সঙ্গে বেসরকারি খাতের সমন্বয় সাধন করার সুপারিশ করা হয়েছে।

সুপারিশে আরো বলা হয়েছে, 'বিদ্যমান শিল্প দক্ষতা কাউন্সিলগুলিকে শক্তিশালী করার পাশাপাশি অগ্রাধিকার শিল্পগুলিতে (স্বাস্থ্য, জৈবপ্রযুক্তি, শক্তির বিকল্প উৎস, রোবোটিক্স এবং অটোমেশন সহ) নতুন শিল্প দক্ষতা কাউন্সিল প্রতিষ্ঠা করতে হবে। শ্রম অসন্তোষ মোকাবিলায় নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রযুক্তি সম্পৃক্তকরণের পরিকল্পনার আলোকে সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের সাথে যৌথভাবে ছাঁটাই হওয়া শ্রমিকের জন্য সমন্বিত কৌশল প্রণয়ন, সম্ভাব্য ক্ষতিগ্রস্ত খাতের শ্রমিকদের পুনর্বাসন ইত্যাদিসহ নিয়োগ পরিকল্পনা নিরূপণ করতে হবে। প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ও উদ্যোগসমূহকে সহায়তা প্রদানের জন্য জেলা ভিত্তিক ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ১০০ টি ইনোভেশন এবং উদ্যোগ হাব তৈরি করতে হবে যা শোভন কর্মসংস্থানে ভূমিকা রাখবে।'

অন্তর্বর্তীকালীন সরকার গত ১৭ নভেম্বর বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের একটি শ্রম সংস্কার কমিশন গঠন করে। কমিশন শ্রম বিষয়ে অংশীজন ও বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করে সুপারিশসহ প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা বরাবর দাখিল করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
মাদারীপুরে ইলিশ সংরক্ষণ অভিযানকালে ২৪ জনের কারাদণ্ড 
চাকসু নির্বাচন : ৫টি ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন এমবাপ্পে
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
১০