বিসিএস পরীক্ষার জট নিরসন করার পরিকল্পনা রয়েছে : পিএসসি চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২১:২৩ আপডেট: : ২৪ এপ্রিল ২০২৫, ২১:৩৬
বৃহস্পতিবার পিএসসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। ছবি: পিআইডি

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে চলমান ৪টি বিসিএস-এর জট নিরসন করার পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে জট নিরসনের দৃশ্যমান অগ্রগতি হবে। এ লক্ষ্যে কমিশন কোনো পরীক্ষা পেছানোর চিন্তা করছে না।

আজ বৃহস্পতিবার পিএসসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মোনেম বলেন, বিসিএসের আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পিএসসির চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করা সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৪৭তম বিসিএস এক বছর বা তার চেয়ে কিছু বেশি সময়ের মধ্যে সম্পন্ন করার রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে।

পিএসসি চেয়ারম্যান বলেন, কমিশনকে পরীক্ষার্থী বান্ধব করার লক্ষ্যে কর্ম কমিশনের সাথে বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে ‘অংশীজনের ভাবনা শীর্ষক’ কর্মশালা আয়োজনের মাধ্যমে বিসিএস-এর পরীক্ষা সংস্কারের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণের ক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্নকারক পূর্বে প্রশ্ন প্রস্তুত করে এনে জমা দিতেন। বর্তমানে পিএসসিতে এসে প্রশ্ন প্রণয়ন সম্পন্ন করেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাথে তথ্যের সঠিকতা যাচাই না করে বিসিএসসহ পিএসসি’র কোনো পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোন সংবাদ প্রকাশ ও প্রচার না করতে কমিশন চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানান।। এসময় কমিশনের অন্যান্য সদস্য ও কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর এ  পর্যন্ত ৩৬টি মন্ত্রণালয় বা বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টরসহ ১২২ ক্যাটাগরিতে  ৩ হাজার ৭১২ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনীত করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট 
১০