সাতক্ষীরা সীমান্তে শাড়ি ও ওষুধসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৯:৪৬
ভারতীয় মালামাল জব্দ । ছবি : বাসস

সাতক্ষীরা, ২৮ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলায় আজ বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ওষুধ ও তামাকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল গেড়াখালী ও কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও সিগারেটের গুড়া তামাক, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল রাজপুর নামক স্থান হতে ভারতীয় ওষুধ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য প্রায় আটলাখ ৬১ হাজার পাঁচশ’ টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস-এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মে মাসে তিন দিনের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের
জামায়াত আমিরের সঙ্গে চ্যাথাম হাউসের প্যাট্রিক শ্রোয়েডারের সৌজন্য সাক্ষাৎ
চীনের বিশেষায়িত হাসপাতাল বরিশালে স্থাপনের দাবি
প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল পুলিশ সপ্তাহ শুরু
দেশের মানুষ প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় : মির্জা ফখরুল 
এনফোর্সমেন্ট অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
সিলেট হাওর অঞ্চলের ৮৫ ভাগ ধান কাটা শেষ 
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের আরও উৎসাহিত করা উচিত : সেমিনারে বক্তারা
আগামীকাল আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলায় দুই দিনব্যাপী অনুষ্ঠান
১০