গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ২০:৪৩ আপডেট: : ২৮ এপ্রিল ২০২৫, ২০:৪৭
প্রতীকী ছবি

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস মার্কস অর্থাৎ ৩০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ১৩ হাজার ৬৬০ জন। শতকরা হিসাবে যা ৬৩ দশমিক ৩৫ শতাংশ। আর ফেল করেছেন ৭ হাজার ৮৯৮ জন।

অধ্যাপক আনোয়ারুল আজীম আরও জানান, ছয়টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। ‘সি’ ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত  নম্বর ৯০ দশমিক ২৫ । পরীক্ষায় উপস্থিতির হার ৯৩ দশমিক ৫০ শতাংশ। অনুপস্থিতির হার ৬ দশমিক ৫০ শতাংশ।

গত ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশের ২০টি কেন্দ্রে গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ২৩ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২১ হাজার ৫৬৪ জন। 

সর্বোচ্চ ৯০ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রুফাইদা নুর। দ্বিতীয় হয়েছেন একই বোর্ডের এম ডি নাফিস ইসলাম। তিনি  পেয়েছেন ৮৮ দশমিক ২৫ নম্বর। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী অনিন্দ্রো চৌধুরী ৮৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০