ফেনীতে অবৈধভাবে মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:৩২

ফেনী, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় নদীর পাড়ের সরকারি জমির মাটি কাটায় ৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে অভিযানের সময় একটি এস্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, নদীর পাড়ের সরকারি জমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি হুমকি সৃষ্টি করার খবর পেয়ে রাত ১টার দিকে অভিযানে বের হন। ভূমি অপরাধ প্রতিরোধ আইনে নদী তীরবর্তী মাটি কাটায় মো: জয়নাল আবেদীন (৫২), মো: ইসমাইল (৩৫), মো: সাদ্দাম (৩৩), মো: আরিফ (৩৫), মো: ইসরাফিল (২৩) ও মো: জাহাঙ্গীর (৩৫) কে গ্রেফতার করা হয়। 

ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর জব্দ করা হলেও আনার সুযোগ না থাকায় বিকল করা হয়। একইসঙ্গে দুটি ট্রাক হেফাজতে আনা হয়েছে। এসময় জয়নাল আবেদীনকে ৪ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, ইসমাইলকে ৩ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, সাদ্দামকে ৩ মাস এবং আরিফ, ইসরাফিল ও জাহাঙ্গীরকে ১ মাস করে কারাদণ্ডের পাশাপাশি ১শ টাকা করে জরিমানা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে অস্ত্রসহ ২ ডাকাত আটক, জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার
শেরপুরে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় যৌথ অভিযানে ট্রলার ও বেহুন্দি জালসহ ৮ জেলে আটক
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম
সাগর থেকে মেঘনা-তেতুলিয়ায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে ব্যস্ত জেলেরা
বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিকট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
১০