ফেনীতে অবৈধভাবে মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:৩২

ফেনী, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় নদীর পাড়ের সরকারি জমির মাটি কাটায় ৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে অভিযানের সময় একটি এস্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, নদীর পাড়ের সরকারি জমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি হুমকি সৃষ্টি করার খবর পেয়ে রাত ১টার দিকে অভিযানে বের হন। ভূমি অপরাধ প্রতিরোধ আইনে নদী তীরবর্তী মাটি কাটায় মো: জয়নাল আবেদীন (৫২), মো: ইসমাইল (৩৫), মো: সাদ্দাম (৩৩), মো: আরিফ (৩৫), মো: ইসরাফিল (২৩) ও মো: জাহাঙ্গীর (৩৫) কে গ্রেফতার করা হয়। 

ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর জব্দ করা হলেও আনার সুযোগ না থাকায় বিকল করা হয়। একইসঙ্গে দুটি ট্রাক হেফাজতে আনা হয়েছে। এসময় জয়নাল আবেদীনকে ৪ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, ইসমাইলকে ৩ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, সাদ্দামকে ৩ মাস এবং আরিফ, ইসরাফিল ও জাহাঙ্গীরকে ১ মাস করে কারাদণ্ডের পাশাপাশি ১শ টাকা করে জরিমানা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০