ফেনীতে অবৈধভাবে মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:৩২

ফেনী, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় নদীর পাড়ের সরকারি জমির মাটি কাটায় ৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে অভিযানের সময় একটি এস্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, নদীর পাড়ের সরকারি জমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি হুমকি সৃষ্টি করার খবর পেয়ে রাত ১টার দিকে অভিযানে বের হন। ভূমি অপরাধ প্রতিরোধ আইনে নদী তীরবর্তী মাটি কাটায় মো: জয়নাল আবেদীন (৫২), মো: ইসমাইল (৩৫), মো: সাদ্দাম (৩৩), মো: আরিফ (৩৫), মো: ইসরাফিল (২৩) ও মো: জাহাঙ্গীর (৩৫) কে গ্রেফতার করা হয়। 

ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর জব্দ করা হলেও আনার সুযোগ না থাকায় বিকল করা হয়। একইসঙ্গে দুটি ট্রাক হেফাজতে আনা হয়েছে। এসময় জয়নাল আবেদীনকে ৪ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, ইসমাইলকে ৩ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, সাদ্দামকে ৩ মাস এবং আরিফ, ইসরাফিল ও জাহাঙ্গীরকে ১ মাস করে কারাদণ্ডের পাশাপাশি ১শ টাকা করে জরিমানা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট
খাগড়াছড়িতে বিএনপি’র মৌন মিছিল ও মিলাদ মাহফিল 
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে : নাহিদ ইসলাম
জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল
জুলাই শহীদের স্মরণে টাঙ্গাইলে বিএনপি'র মৌন মিছিল
সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদারের ইন্তেকাল
বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশের যুবারা
গণতন্ত্রকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে রয়েছে: ডা. জাহিদ 
ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে টাঙ্গাইলে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
১০