কুমিল্লায় নিখোঁজ দুই স্কুল ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার  

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৪:৩০

কুমিল্লা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার লাসকামে নিখোঁজের একদিন পর আজ দুই স্কুল ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গুনতি পূর্বপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, গুনতি পূর্ব পাড়ার রুবেল মিয়ার ছেলে মো. জিহাদ হোসেন (৭) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে সাব্বির হোসেন মহিন (১০)। দুই জনই স্থানীয় গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরের পর জিহাদ ও সাব্বির নিখোঁজ হয়। সন্ধ্যার পরও দুইজন বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। রাত পর্যন্ত আত্মীয়-স্বজনসহ আশপাশের বিভিন্ন এলাকায় তাদের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

লাকসাম থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) চুমকি বড়ুয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ-লীগের নৃশংসতার শিকার মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরাও : আশরাফ মাহদী
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের গল্পে রঙ-তুলির ছোঁয়া
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন : ডা. আব্দুল্লাহ তাহের
পুরোনো ভিডিও ব্যবহার করে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
এ্যাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত
ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা জারি হবে : ফ্রান্স
গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
১৯ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দ্বিতীয় দিনে সারাদেশে নিহত ৬৭, কারফিউ জারি
১০