কুমিল্লায় নিখোঁজ দুই স্কুল ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার  

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৪:৩০

কুমিল্লা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার লাসকামে নিখোঁজের একদিন পর আজ দুই স্কুল ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গুনতি পূর্বপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, গুনতি পূর্ব পাড়ার রুবেল মিয়ার ছেলে মো. জিহাদ হোসেন (৭) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে সাব্বির হোসেন মহিন (১০)। দুই জনই স্থানীয় গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরের পর জিহাদ ও সাব্বির নিখোঁজ হয়। সন্ধ্যার পরও দুইজন বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। রাত পর্যন্ত আত্মীয়-স্বজনসহ আশপাশের বিভিন্ন এলাকায় তাদের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

লাকসাম থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) চুমকি বড়ুয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০