ভোলায় মাছধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল, জেলেদের ব্যাপক প্রস্তুতি

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৫:২৫
ইলিশ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা আগামীকাল বুধবার শেষ হওয়ায় ভোলায় জেলেদের ব্যাপক প্রস্তুতি চলছে। ছবি : বাসস

ভোলা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায়  ইলিশ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা আগামীকাল বুধবার শেষ হচ্ছে । নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ মুহূর্তে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জেলেরা।

দিনরাত এক করে জাল, নৌকা মেরামতের কাজে নেমেছেন জেলেরা। এ সময়টা অনেক কষ্টে পার করতে হয়েছে জেলেদের।

জেলা মৎস্য বিভাগ দাবী করছেন এবারের  অভিযান সফল হয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণের জন্য  মার্চ-এপ্রিল দুই মাস ভোলার ১৯০ কিলোমিটার মেঘনা নদীর জলসীমায় অভয়াশ্রম ঘোষণা করে সরকার। এসময় নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা ছিলো। এ সময়টাতে অনেকটা বেকার জীবন কাটিয়েছেন  এখানকার ১ লাখ ৭০ হাজার ২৪৩ জন নিবন্ধিতসহ প্রায় ৩ লাখ জেলে। 

গত দুইমাস নদীতে একটানা মাছ ধরা নিষিদ্ধ থাকার পর আগামীকাল ৩০ এপ্রিল মধ্যেরাতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে। এজন্য নব উদ্যমে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন, ভোলার ৩ লাখ জেলে। তাই শেষ মুহূর্তে জেলেরা মাছ শিকারে যেতে জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন। কাঙ্ক্ষিত মাছ শিকারে ধার-দেনা পরিশোধ করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর।

এদিকে মৎস্য বিভাগের নির্দেশনা মেনে নিষেধাজ্ঞা পালন করলেও অনেক জেলেই সরকারি বরাদ্দের চাল এখনো পাননি বলে অভিযোগ তুলেছেন ।

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে তারা। এদিকে নিষেধাজ্ঞা মানায় নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন মৎস্য বিভাগ।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ দাবী করেন। তিনি বাসস'কে জানান,নিষেধাজ্ঞাকালীন শুধু মার্চ মাসের বরাদ্দ পেয়ে ৮৯ হাজার ৭’শ জেলেকে ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে। এপ্রিলের চালের বরাদ্দ এখনো ছাড় না হওয়ায় তা এখনো দেয়া হয়নি।

সরেজমিন  ইলিশা জেলেপল্লীতে গেলে কথা হয় জেলে আবুল হোসেন,আহসান মাঝি ও রহমান মাঝির সাথে। তারা অভিযোগ করেন, নিষেধাজ্ঞাকালীন তারা খুব কষ্টে ছিলেন। সরকারী চালের বরাদ্দ এখনো পাননি। তবুও আগামীকাল রাত থেকে নদীতে মাছ ধরতে প্রস্তুতি নিয়েছেন তারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০