নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৬:০২
ছবি : বাসস

নওগাঁ, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো, পোরশা উপজেলার সুরানন্দ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাকিল (২৪) ও আলাদিপুর গ্রামের রবুর ছেলে আব্দুল আলীম (৩০)। এ সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ মার্চ রাতে ১৪ বছরের স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সুরানন্দ গ্রামের হাবিবুল্লাহ শাহ্ এর আম বাগানের দোচালা ঘরে নিয়ে যায় সাকিল। সেখানে সাকিল ও আব্দুল আলীম ওই  ছাত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। 

পরে ছাত্রী নিজে থানায় অভিযোগ করে। পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। শুনানি শেষে আজ ১০জন সাক্ষীর ভিত্তিতে আদালত দুইজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ সময় জরিমানার টাকা ধর্ষণে শিকার ছাত্রীকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ-লীগের নৃশংসতার শিকার মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরাও : আশরাফ মাহদী
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের গল্পে রঙ-তুলির ছোঁয়া
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন : ডা. আব্দুল্লাহ তাহের
পুরোনো ভিডিও ব্যবহার করে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
এ্যাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত
ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা জারি হবে : ফ্রান্স
গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
১৯ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দ্বিতীয় দিনে সারাদেশে নিহত ৬৭, কারফিউ জারি
১০