সায়মা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাট ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৪৮
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি

ঢাকা, ২৯ এপ্রিল,  ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এছাড়া ওই ফ্ল্যাটের দেখাশুনার জন্য রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হয়। ফ্ল্যাটটির মূল্য ৫৭ লাখ টাকা বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই  আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের স্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লিখিত স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোন প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এই মর্মে ক্রোক এবং রিসিভার  নিয়োগের আদেশ দানে সদয় মর্জি হয়। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেরিটাইম ইন্ডাস্ট্রিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে সমঝোতা স্বাক্ষর
আমি মেসিকে শ্রদ্ধা করি, কিন্ত তার সাথে নিজেকে তুলনা করিনা : ইয়ামাল
বিপিএম ও পিপিএম পুরস্কার পেয়েছেন ৬২ পুলিশ সদস্য
তথ্যের অধিকার নিশ্চিত করতে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ : বেবিচক চেয়ারম্যান
সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা
ব্যবসায়ীদের জন্য এনবিআর হবে একটি সহায়ক প্রতিষ্ঠান : এনবিআর চেয়ারম্যান
ঢাকার মূল সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক
রাজশাহীর বাজারে এসেছে রসালো ফল লিচু, দাম চড়া
পটিয়া পৌরসভার সাবেক মেয়র বাবুলের জামিন নামঞ্জুর
১০