চাঁদপুরের নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:১১

চাঁদপুর, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলা শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করার সময় নদীতে ডুবে যায় মো. ইয়াছিন আরাফাত (১৫) নামে এক স্কুল  ছাত্র। এক ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্কুল ছাত্র পুরান বাজার ৫নম্বর খেয়াঘাট সংলগ্ন রূপালী রাইস মিলের সামনে গোসল করতে নামলে এই ঘটনা ঘটে।

আরাফাত শহরের পুরান বাজার মেরকাটিজ রোডের বাসিন্দা মো. দুলাল কাজীর ছেলে। সে পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, ঘটনার সময় আরাফাতসহ ৫ বন্ধু নদীতে গোসল করতে আসে। তারা দুষ্টামি করে ঘাটে থাকা ট্রলার থেকে নদীতে লাফ দেয়। সাথে থাকা অন্যরা লাফ দিয়ে উঠতে পারলেও আরাফাত নদীতে তলিয়ে যায়।
এ সময় ঘাটের লোকজন তাৎক্ষনিক বিষয়টি ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটে খবর দেয়।

ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ বলেন, এক ঘন্টা চেষ্টা চালিয়ে আমাদের ডুবুরি দল স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০