বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে লক্ষ্মীপুরে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৪
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করা হয়েছে।
আজ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই বই মেলার উদ্বোধন করা হয়। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত। এতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে ৩০ শতাংশ ও অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় রয়েছে। মেলা চলবে আগামী ৩ মে পর্যন্ত।
বইমেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ মেলা পরিদর্শন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও মেলায় এসে স্টল থেকে বই নিয়ে পড়তে দেখা যায়।
বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজন দত্ত মজুমদার প্রমুখ।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বই সবচেয়ে বড় বন্ধু এবং বই কিনে কেউ দেউলিয়া হয় না। এগুলো খুব জনপ্রিয় প্রবাদ বাক্যের মর্যাদা লাভ করেছে। শারীরিক স্বাস্থ্যের জন্য দুধ যেমন উপকারী, মানসিক স্বাস্থ্যের জন্য তেমন উপকারী হচ্ছে বই। তাই আমরা বইকে আজ ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণের দোরগোড়ায় এনে দিলাম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০