দৌলতপুর এলজিইডির কাজে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২০:০৯
ছবি : বাসস

কুষ্টিয়া, ২৯ এপ্রিল ২০২৫ (বাসস) : কুষ্টিয়ার দৌলতপুরে এলজিইডির বাস্তবায়নাধীন রাস্তার কাজে অভিযান চালিয়েছে দুদক।

এলজিইডির একটি নির্মাণাধীন রাস্তার কাজে সরেজমিন তদন্ত করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার কর্মকর্তারা। কর্মকর্তারা সরেজমিনে সড়ক পরিদর্শন করে সড়কের মাপসহ নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ইট, বালি, খোয়া পরীক্ষার জন্য সংগ্রহ করেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে দুদকের একটি টিম উপজেলার আল্লারদর্গা-রিফায়েতপুর সড়কের নির্মাণাধীন কাজের বিষয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক সৈয়দ মাহিদুল ইসলাম ও এলজিইডির দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম।

আজ বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত এ এ অভিযানে সড়কের ইট, প্রস্থের মাপ, গাইডলাইনের মাপ ও মান, ইটবালির থিকনেসসহ কাজের সময়কাল, ঠিকাদার পরিবর্তনের কারণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তদন্ত ও উপকরণের আলামত সংগ্রহ করা হয়। এ সময় স্থানীয়দের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা।

অভিযানের বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, 'এই রাস্তাটির বিষয়ে দুদকের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এ কারণে রাস্তার বিষয়ে সরেজমিন তদন্ত করা হলো। কাজের মান ও উপকরণ দেখা হয়েছে। পরীক্ষার জন্য নিদিষ্ট কিছু জায়গার ইট ও বালি সংগ্রহ করা হয়েছে।

দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম বাসসকে বলেন, 'রাস্তাটির বিষয়ে দুদক কর্মকর্তারা যেসব তথ্য চেয়েছেন সেগুলো সরবরাহ করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০