পটিয়া পৌরসভার সাবেক মেয়র বাবুলের জামিন নামঞ্জুর

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২০:৩৯
পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আইয়ুব বাবুল। ফাইল ছবি

চট্টগ্রাম, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আইয়ুব বাবুলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। পরে বিচারক মো. নুরুল ইসলাম মানিক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আইয়ুব বাবুল পটিয়া পৌরসভার সাবেক মেয়র এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

পটিয়া থানা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট দুপুরে পটিয়া পৌরসদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী আহত হন।

ওই ঘটনায় ১৯ আগস্ট দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুমের (পটিয়া মাদ্রাসা) ছাত্র মো. নুরুল হাসান ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আইয়ুব বাবুল এজাহারনামীয় আসামি। 

এছাড়া বিএনপি অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট, বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরও তিনটি মামলার তিনি এজাহারনামীয় আসামি।

জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, তিনটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন মামলায় এজহারনামীয় আসামি তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০