পটিয়া পৌরসভার সাবেক মেয়র বাবুলের জামিন নামঞ্জুর

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২০:৩৯
পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আইয়ুব বাবুল। ফাইল ছবি

চট্টগ্রাম, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আইয়ুব বাবুলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। পরে বিচারক মো. নুরুল ইসলাম মানিক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আইয়ুব বাবুল পটিয়া পৌরসভার সাবেক মেয়র এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

পটিয়া থানা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট দুপুরে পটিয়া পৌরসদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী আহত হন।

ওই ঘটনায় ১৯ আগস্ট দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুমের (পটিয়া মাদ্রাসা) ছাত্র মো. নুরুল হাসান ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আইয়ুব বাবুল এজাহারনামীয় আসামি। 

এছাড়া বিএনপি অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট, বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরও তিনটি মামলার তিনি এজাহারনামীয় আসামি।

জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, তিনটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন মামলায় এজহারনামীয় আসামি তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০