তথ্যের অধিকার নিশ্চিত করতে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ : বেবিচক চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২১:০৭
এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভূঁইয়া আজ বলেছেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তার কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।  

তিনি বলেন, ‘তথ্য অধিকার আইন ২০০৯ একটি যুগান্তকারী আইন যা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শাসন ব্যবস্থায় জনসাধারণের অংশগ্রহণকে সহজতর করে।’

রাজধানীতে বেবিচক সদর দপ্তরে এভিয়েশন সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক কর্মশালার উদ্বোধনকালে বেবিচক চেয়ারম্যান এ মন্তব্য করেন।

এয়ার ভাইস মার্শাল ভূঁইয়া পুনর্ব্যক্ত করে বলেন, বেবিচক সর্বদা তথ্য অধিকার আইনের নীতিমালা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ।

তিনি দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের উপরও জোর দেন। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন যেকোনো তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘সবার আগে দেশ। আমাদের সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে।’

বিমান পরিবহণ কার্যক্রমের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে চেয়ারম্যান বলেন, সিলেট থেকে কার্যক্রম শুরু হওয়ার পর চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে শিগগিরই একই ধরনের কার্গো পরিষেবা শুরু হবে।

তিনি বলেন,‘এছাড়াও, জুন মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।’

কর্মশালায় বক্তারা তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ, তথ্য প্রাপ্তির পদ্ধতি এবং তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল পদ্ধতির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ ধরনের কর্মশালা কেবল জনসচেতনতা বৃদ্ধি করবে না বরং সরকারি পরিষেবায় দক্ষতা এবং জবাবদিহিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

তারা সাংবাদিকদের কাজের প্রকৃতি এবং গণমাধ্যমের দায়িত্ব সম্পর্কে সরকারি কর্মকর্তাদের সংবেদনশীল হওয়ার প্রয়োজনীয়তার উপরও জোর দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজয় মিছিলে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুজন মিয়া
বায়তুল মুকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা শুরু কাল 
ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে সমৃদ্ধ পারমাণবিক উপাদান
নাইজারে সন্দেহভাজন জিহাদিরা সেনাদের হত্যা করেছে 
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত
ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ 
কানাডার অর্থনীতি জোরদারে মার্ক কার্নির বড় প্রকল্প ঘোষণা
১০