তথ্যের অধিকার নিশ্চিত করতে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ : বেবিচক চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২১:০৭
এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভূঁইয়া আজ বলেছেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তার কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।  

তিনি বলেন, ‘তথ্য অধিকার আইন ২০০৯ একটি যুগান্তকারী আইন যা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শাসন ব্যবস্থায় জনসাধারণের অংশগ্রহণকে সহজতর করে।’

রাজধানীতে বেবিচক সদর দপ্তরে এভিয়েশন সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক কর্মশালার উদ্বোধনকালে বেবিচক চেয়ারম্যান এ মন্তব্য করেন।

এয়ার ভাইস মার্শাল ভূঁইয়া পুনর্ব্যক্ত করে বলেন, বেবিচক সর্বদা তথ্য অধিকার আইনের নীতিমালা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ।

তিনি দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের উপরও জোর দেন। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন যেকোনো তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘সবার আগে দেশ। আমাদের সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে।’

বিমান পরিবহণ কার্যক্রমের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে চেয়ারম্যান বলেন, সিলেট থেকে কার্যক্রম শুরু হওয়ার পর চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে শিগগিরই একই ধরনের কার্গো পরিষেবা শুরু হবে।

তিনি বলেন,‘এছাড়াও, জুন মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।’

কর্মশালায় বক্তারা তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ, তথ্য প্রাপ্তির পদ্ধতি এবং তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল পদ্ধতির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ ধরনের কর্মশালা কেবল জনসচেতনতা বৃদ্ধি করবে না বরং সরকারি পরিষেবায় দক্ষতা এবং জবাবদিহিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

তারা সাংবাদিকদের কাজের প্রকৃতি এবং গণমাধ্যমের দায়িত্ব সম্পর্কে সরকারি কর্মকর্তাদের সংবেদনশীল হওয়ার প্রয়োজনীয়তার উপরও জোর দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল
যুবদলের আরিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল গ্রেফতার
চুয়াডাঙ্গায় দুই হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ
প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৬৬৫ জন
গৃহকর্মীদের অধিকার নারী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ: মৎস্য উপদেষ্টা
দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে বড় দ্বন্দ্বের মঞ্চ প্রস্তুত করলো ইউরোপীয় ইউনিয়ন
ইন্দোনেশিয়ার পণ্যে ১৯শতাংশ শুল্ক আরোপের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র
কাল রাজবাড়ীতে এনসিপি’র পথসভা
১০