কুষ্টিয়ায় জাতীয়ভাবে উদযাপন করা হবে বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২১:৪৭ আপডেট: : ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৩
মঙ্গলবার কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ছবি : বাসস

কুষ্টিয়া, ২৯  এপ্রিল, ২০২৫ (বাসস) : কুষ্টিয়ায় জাতীয়ভাবে উদযাপন করা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী। আগামী ৮ মে (২৫ শে বৈশাখ) বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীর উন্মুক্ত মঞ্চে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে। এ ছাড়াও এই জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনের গ্রামীণ মেলার আয়োজনও থাকবে।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভা এ অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বিশ্বকবির জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমের পরিচালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন, জেলা কালচারাল অফিসার সুজন রহমান, কুমারখালী শিল্পকলা একাডেমির সাধারণ কে এম আলম টমে, পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লাশ পোড়ানোর মামলায় পলাতক আসামিদের হাজিরে বিজ্ঞপ্তি প্রকাশে ট্রাইব্যুনালের নির্দেশ
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল
যুবদলের আরিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল গ্রেফতার
চুয়াডাঙ্গায় দুই হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ
প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৬৬৫ জন
গৃহকর্মীদের অধিকার নারী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ: মৎস্য উপদেষ্টা
দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে বড় দ্বন্দ্বের মঞ্চ প্রস্তুত করলো ইউরোপীয় ইউনিয়ন
ইন্দোনেশিয়ার পণ্যে ১৯শতাংশ শুল্ক আরোপের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র
১০