কুষ্টিয়ায় জাতীয়ভাবে উদ্যাপন করা হবে বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২১:৪৭
মঙ্গলবার কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ছবি : বাসস

কুষ্টিয়া, ২৯  এপ্রিল, ২০২৫ (বাসস) : কুষ্টিয়ায় জাতীয়ভাবে উদ্যাপন করা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী। আগামী ৮ মে (২৫ শে বৈশাখ) বিশ্বকবির জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীর উন্মুক্ত মঞ্চে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে। এ ছাড়াও এই জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনের গ্রামীণ মেলার আয়োজনও থাকবে।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভা এ অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বিশ্বকবির জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী।

কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমের পরিচালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন, জেলা কালচারাল অফিসার সুজন রহমান, কুমারখালী শিল্পকলা একাডেমির সাধারণ কে এম আলম টমে, পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৩৩৯ জন
প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি আনতে পারে না : ডা. শফিকুর রহমান
বাংলাদেশে প্রথমবারের মতো চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী
দীপ্ত টেলিভিশনের নিউজ বুলেটিন বন্ধ করে দিয়েছে সরকার বিষয়টি সত্য নয় : বাংলাফ্যাক্ট
সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তুহিনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
সমৃদ্ধ প্রজন্ম তৈরিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান
স্বাধীন সাংবাদিকতা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি : কাদের গনি চৌধুরী
বর্ষা মৌসুমে ডিএনসিসি এলাকাকে সবুজে আচ্ছাদিত করা হবে : ডিএনসিসি প্রশাসক 
১০