বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তুহিনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২২:৩৪
ছবি : বাসস

নীলফামারী, ২৯ এপ্রিল ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের পৌর বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায়  দলীয় কার্যালয়ের সামনে  সমাবেশে অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোর্শেদ আযম, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

জেলা বিএনপির সিনিয়র  সহ-সভাপতি সোহেল পারভেজ তার বক্তৃতায়  বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।  তিনি জনপ্রিয় একজন নেতা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানি করার জন্যই ওই মামলা দেয়া হয়। আমরা সরকারের কাছে দ্রুত এ মামলা প্রত্যাহারের আহ্বান জানাই। 

প্রসঙ্গত, ১৭ বছর আগে আয়কর অধ্যাদেশের মামলায় সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীকে সাজা দেওয়া হয়েছিল। ৮১ লাখ টাকা আয়কর ফাঁকির ওই মামলায় ২০০৮ সালে শাহরিন ইসলাম চৌধুরীকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। অতিসম্প্রতি তিনি দেশে ফিরে আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০