বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তুহিনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২২:৩৪
ছবি : বাসস

নীলফামারী, ২৯ এপ্রিল ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের পৌর বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায়  দলীয় কার্যালয়ের সামনে  সমাবেশে অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোর্শেদ আযম, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

জেলা বিএনপির সিনিয়র  সহ-সভাপতি সোহেল পারভেজ তার বক্তৃতায়  বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।  তিনি জনপ্রিয় একজন নেতা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানি করার জন্যই ওই মামলা দেয়া হয়। আমরা সরকারের কাছে দ্রুত এ মামলা প্রত্যাহারের আহ্বান জানাই। 

প্রসঙ্গত, ১৭ বছর আগে আয়কর অধ্যাদেশের মামলায় সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীকে সাজা দেওয়া হয়েছিল। ৮১ লাখ টাকা আয়কর ফাঁকির ওই মামলায় ২০০৮ সালে শাহরিন ইসলাম চৌধুরীকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। অতিসম্প্রতি তিনি দেশে ফিরে আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন ও বন্যার্তদের সহায়তা
জাকসু’র নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রভাষকের মৃত্যু
বিজয় মিছিলে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুজন মিয়া
বায়তুল মুকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা শুরু কাল 
ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে সমৃদ্ধ পারমাণবিক উপাদান
নাইজারে সন্দেহভাজন জিহাদিরা সেনাদের হত্যা করেছে 
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু
হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত
ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
১০