বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তুহিনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২২:৩৪
ছবি : বাসস

নীলফামারী, ২৯ এপ্রিল ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের পৌর বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায়  দলীয় কার্যালয়ের সামনে  সমাবেশে অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোর্শেদ আযম, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

জেলা বিএনপির সিনিয়র  সহ-সভাপতি সোহেল পারভেজ তার বক্তৃতায়  বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।  তিনি জনপ্রিয় একজন নেতা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানি করার জন্যই ওই মামলা দেয়া হয়। আমরা সরকারের কাছে দ্রুত এ মামলা প্রত্যাহারের আহ্বান জানাই। 

প্রসঙ্গত, ১৭ বছর আগে আয়কর অধ্যাদেশের মামলায় সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীকে সাজা দেওয়া হয়েছিল। ৮১ লাখ টাকা আয়কর ফাঁকির ওই মামলায় ২০০৮ সালে শাহরিন ইসলাম চৌধুরীকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। অতিসম্প্রতি তিনি দেশে ফিরে আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০