ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৯৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৪০ জনসহ মোট ১ হাজার ৩৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
অভিযানিক কার্যক্রমে একটি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুইটি এলজি, একটি শুটারগান, একটি ম্যাগাজিন, ২৪ রাউন্ড গুলি, আট রাউন্ড তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুইটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, একটি বাগ দা, তিনটি চাপাতি, দুইটি রামদা, একটি দেশীয় অস্ত্র, একটি একনলা বন্দুক ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।