ঝালকাঠিতে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনে ধান কাটার উদ্বোধন

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৩:৩২
ঝালকাঠিতে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনে ধান কাটার উদ্বোধন। ছবি: বাসস

ঝালকাঠি, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় রবি মৌসুমে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করা হয়েছে।  

আজ বুধবার সকাল ১০টায় সদর উপজেলার ছত্রকান্দায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বাস্তবায়িত সমলয়ে (synchronized cultivating) ব্লক প্রদর্শনীতে কম্বাইন্ড হার্ভেস্টার এর মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন  জেলা প্রশাসক আশরাফুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার  ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, অংশীজন এবং সমলয়ে ধানচাষী কৃষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সরকার কৃষি যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বারোপ করেছে। সমলয়ে সম্মিলিত চাষাবাদের মাধ্যমে উৎপাদন খরচ হ্রাস, সময় ও শ্রম সাশ্রয়, এবং ফলন বৃদ্ধির সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠান শেষে মাঠ পর্যায়ে সমলয়ে চাষকৃত ধান কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে কাটার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠি'র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি কৃষি যান্ত্রিকীকরণ ও উৎপাদন ব্যবস্থার আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি
কাকরাইলে সেনাবাহিনীর ৫ সদস্য আহত: আইএসপিআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে কার্গো বোটসহ ৭ পাচারকারী আটক
ভিপি নূরের ওপর হামলার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
উত্তরায় জিয়ার আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২
অভিযান চালিয়ে ৫শ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে মুক্তিপণের টাকা পরিশোধ করে লোকালয়ে ফিরেছে অপহৃত ৭ জেলে
ছাত্রশিবিরের আয়োজনে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
১০