ঝালকাঠিতে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনে ধান কাটার উদ্বোধন

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৩:৩২
ঝালকাঠিতে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনে ধান কাটার উদ্বোধন। ছবি: বাসস

ঝালকাঠি, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় রবি মৌসুমে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করা হয়েছে।  

আজ বুধবার সকাল ১০টায় সদর উপজেলার ছত্রকান্দায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বাস্তবায়িত সমলয়ে (synchronized cultivating) ব্লক প্রদর্শনীতে কম্বাইন্ড হার্ভেস্টার এর মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন  জেলা প্রশাসক আশরাফুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার  ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, অংশীজন এবং সমলয়ে ধানচাষী কৃষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সরকার কৃষি যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বারোপ করেছে। সমলয়ে সম্মিলিত চাষাবাদের মাধ্যমে উৎপাদন খরচ হ্রাস, সময় ও শ্রম সাশ্রয়, এবং ফলন বৃদ্ধির সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠান শেষে মাঠ পর্যায়ে সমলয়ে চাষকৃত ধান কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে কাটার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠি'র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি কৃষি যান্ত্রিকীকরণ ও উৎপাদন ব্যবস্থার আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০