শিক্ষা বিষয়ে বড় ধরনের আয়োজন করতে চায় ইইউ প্রতিনিধিদল

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:২১
দিনাজপুরের হাবিপ্রবি পরিদর্শন করে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল। ছবি: বাসস

দিনাজপুর, ২৮ মে, ২০২৫ (বাসস) : শিক্ষা বিষয়ে বড় ধরনের আয়োজন করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

আজ বুধবার ইইউ’র একটি প্রতিনিধিদল দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) পরিদর্শন শেষে এ আগ্রহের কথা প্রকাশ করে তারা জানান, অক্টোবর মাসের মধ্যে হাবিপ্রবি'র স্টুডেন্টদের সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষণীয় বিষয় নিয়ে বড় আয়োজন করতে চায়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং-আইআরটি’র আমন্ত্রণে ইইউ ডেলিগেশন বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিয়ান রিগার ব্রাউনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন।

হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য জানিয়ে বলেন, আজ বিশ্ববিদ্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিয়ান রিগার ব্রাউন এবং প্রোগ্রাম ম্যানেজার জেসমিন লায়লাসহ প্রতিনিধি দল।

বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে সেবাস্টিয়ান রিগার ব্রাউন বাংলাদেশে ইইউ’র সার্বিক কার্যক্রম নিয়ে হাবিপ্রবি'র রেজিস্টার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবিরসহ শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। তিনি ইউরোপে উচ্চশিক্ষা, ইরাসমাস মুন্ডাসসহ বিভিন্ন স্কলারশিপের সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। তিনি বলেন, ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামের জন্য আবেদনের দিক থেকে বাংলাদেশ কয়েক বছর ধরে তৃতীয় অবস্থানে রয়েছে। গত বছর বাংলাদেশ থেকে ১৫৬ জন শিক্ষার্থী এই প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন অনুষদের ডিন ও শাখার পরিচালকরা উপস্থিত ছিলেন।

আইআরটি পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন বলেন, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের প্রতিনিধিগণ আমাদের বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। তাদের কার্যক্রম নিয়ে একটা প্রেজেন্টেশন দিয়েছে। সেইসঙ্গে আমাদের বিভিন্ন একাডেমিক এন্ড রিসার্চ এক্সচেঞ্জ এ সুযোগ-সুবিধা নিয়ে কথা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে জাতীয় যুবশক্তির নিন্দা ও উদ্বেগ 
জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ: হামাস
স্বদেশ লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান মাকসুদুরের দুটি সঞ্চয়পত্র জব্দ
বাজেট কফি চেইন এলএপিকে ঘিরে বিতর্ক, বার্লিনে ক্ষোভ-প্রতিবাদ
বাগেরহাটের ডিসি মো. বাতেনের কর্মস্থলে যোগদান
দেশের কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৪
রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা আটক
ভেনিজুয়েলায় মাদুরোর সমালোচনার দায়ে চিকিৎসকের কারাদণ্ড
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ মৌখিক পরীক্ষা শুরু
১০