নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুর জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৬:৩৮
লক্ষ্মীপুর জেলা জুড়ে বৃষ্টি । ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২৯ মে,২০২৫ (বাসস) : নিম্নচাপের প্রভাবে জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। পাশাপাশি মেঘনার অস্বাভাবিক জোয়ারে কমলনগরের চরমার্টিন এলাকায় রাস্তা ভেঙ্গে পানি লোকালয়ে ঢুকেছে। 

বৃষ্টি অব্যাহত থাকায় দুর্ভোগ বাড়ছে খেটে খাওয়া মানুষ ও শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। তবে গতবারের মতো বন্যার আশংকাও করছেন অনেকে। টানাবৃষ্টির কারণে পৌরশহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন,জেলার রামগতি আবহাওয়া সতর্কীকরন অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন। 

তিনি জানান, সাগরে লঘুচাপটি বৃহস্পতিবার সকালে নিম্মচাপে রুপ নেয়। এই কারণে আগামী ১ জুন পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ো হওয়ায় বইতে পারে বলে জানান তিনি। পাশাপাশি মেঘনা নদীতে মাছ শিকার করা জেলেদেরকে পরবর্তী  নির্দেশ দেয়া না পর্যন্ত উপকূলের কাছাকাছি  নিরাপদ থেকে মাছ শিকারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মৌরিতানিয়াকে আফ্রিকার অভিবাসী নির্যাতনের জন্য অভিযুক্ত করেছে এইচআরডব্লিউ
হাটহাজারীতে পাচারকালে সেগুন কাঠ জব্দ, গ্রেফতার ২
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি ২১ অক্টোবর
নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন 
কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
১০