রংপুরে হত্যা মামলায় ৮ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৭:৩২

রংপুর, ২৯ মে, ২০২৫ (বাসস) : রংপুরের মিঠাপুকুরে কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় ৮ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলো। 

পরে তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের হাজত খানায় নেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালেরে ৭ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার কামালপুর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে কৃষক সলিম উদ্দিনের সঙ্গে আসামী আব্দুস সামাদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আসামী আব্দুস সামাদের নেতৃত্বে আসামীরা তার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। 

এ ঘটনায় নিহত সলিম উদ্দিনের ছেলে আকমল হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করে। 
পুলিশ তদন্ত করে ১৪ জন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামী আব্দুস সামাদ, আনোয়ারুল ইসলাম, আব্দুর রশীদ, জামিউল ইসলাম ডলার, সাজু মিয়া, আবু বক্কর, আব্দুল মান্নান ও ইন্তাজ মন্ডল- এই ৮ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। 

এছাড়া নুরন্নবী, আব্দুর রউফ, শাহাজাহান, ইকবাল হোসেন ও বাবলু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায়, এই ৬ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।  

বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী অতিরিক্ত পিপি রেবেকা সুলতানা ফেন্সি ও হারুনর রশীদ এ্যাডভোকেট জানান, দীর্ঘদিন পর হলেও মামলার বিচার সম্পন্ন হয়েছে। 

আসামী পক্ষের আইনজীবী রশীদ চৌধুরী বলেন, এ রায়ে তারা ন্যায়বিচার পাননি। আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
১০