সেনাবাহিনীর সহায়তায় অভিযানে সিরাজগঞ্জে ব্রিটিশ টোব্যাকো ডিপোর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৭:৪৩
ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২৯ মে, ২০২৫ (বাসস) : জেলায় তামাকজাত পণ্যের মোড়ক, কার্টন ও কৌটাতে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী না থাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ডিপোর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

বুধবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ পৌর শহরের রামগাঁতীতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ডিপোর মালিক রাকিব হাসান হিমেল (৩৪)। তিনি সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি মহল্লার বাসিন্দা।

সিরাজগঞ্জ সেনা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির এই তথ্য নিশ্চিত করে বলেন, তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য ও অন্যান্য ক্ষতি সম্পর্কিত সচিত্র সতর্কবাণী প্রদর্শন না করায় ডিপোর মালিককে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।

সেনাবাহিনীর অধিনায়ক আরো বলেন, সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোনো দ্রব্য জেলার যে কোনো উপজেলা বাজারে বিক্রয় হচ্ছে খবর পেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে  তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভ্রাম্যমাণ আদালত ঈদের আগ পর্যন্ত প্রতিনিয়ত চলমান থাকবে।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতে বিচারক আখিরুজ্জামান এই জরিমানার আদেশ প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
১০