সেনাবাহিনীর সহায়তায় অভিযানে সিরাজগঞ্জে ব্রিটিশ টোব্যাকো ডিপোর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৭:৪৩
ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২৯ মে, ২০২৫ (বাসস) : জেলায় তামাকজাত পণ্যের মোড়ক, কার্টন ও কৌটাতে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী না থাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ডিপোর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

বুধবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ পৌর শহরের রামগাঁতীতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ডিপোর মালিক রাকিব হাসান হিমেল (৩৪)। তিনি সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি মহল্লার বাসিন্দা।

সিরাজগঞ্জ সেনা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির এই তথ্য নিশ্চিত করে বলেন, তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য ও অন্যান্য ক্ষতি সম্পর্কিত সচিত্র সতর্কবাণী প্রদর্শন না করায় ডিপোর মালিককে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।

সেনাবাহিনীর অধিনায়ক আরো বলেন, সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোনো দ্রব্য জেলার যে কোনো উপজেলা বাজারে বিক্রয় হচ্ছে খবর পেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে  তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভ্রাম্যমাণ আদালত ঈদের আগ পর্যন্ত প্রতিনিয়ত চলমান থাকবে।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতে বিচারক আখিরুজ্জামান এই জরিমানার আদেশ প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাটহাজারীতে পাচারকালে সেগুন কাঠ জব্দ, গ্রেফতার ২
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি ২১ অক্টোবর
নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন 
কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
১০